Sourav Ganguly: বাড়ি থেকে চুরি গেল সৌরভের লক্ষাধিক টাকার মোবাইল ফোন, পুলিশে অভিযোগ
Indian Cricket Team: সৌরভ গঙ্গোপাধ্যায় ঠাকুরপুকুর থানায় অভিযোগও দায়ের করলেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে, ফোনটি চুরি গিয়েছে বলেই মনে করছেন জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক।
![Sourav Ganguly: বাড়ি থেকে চুরি গেল সৌরভের লক্ষাধিক টাকার মোবাইল ফোন, পুলিশে অভিযোগ Expensive mobile phone of Indian cricketer Sourav Ganguly stolen complaint lodged at Thakurpukur police station Sourav Ganguly: বাড়ি থেকে চুরি গেল সৌরভের লক্ষাধিক টাকার মোবাইল ফোন, পুলিশে অভিযোগ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/10/5452cecffd025b1e8f961b94ea4c731a170756786375050_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সন্দীপ সরকার, কলকাতা: ফোন খোয়া গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। এবং তা বাড়ি থেকেই!
ফোনটির দাম লক্ষাধিক টাকা। সৌরভ গঙ্গোপাধ্যায় ঠাকুরপুকুর থানায় অভিযোগও দায়ের করলেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে, ফোনটি চুরি গিয়েছে বলেই মনে করছেন জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক। কারণ, সেটি বাড়িতেই ছিল।
বেহালায় গঙ্গোপাধ্যায় বাড়িতে খোঁজ নিয়ে জানা গেল, সৌরভ শহরের বাইরে গিয়েছিলেন। কলকাতায় ফেরার পর ফোনটি ব্যাগ থেকে বার করে রেখেছিলেন। তারপরই সেটি খোয়া যায়। ফোন চুরির নেপথ্যে কার হাত থাকতে পারে, নির্দিষ্ট কারও নামে অভিযোগ না উঠলেও জানা গেল, সেই সময় গঙ্গোপাধ্যায় বাড়িতে রংয়ের কাজ চলছিল। রঙ মিস্ত্রীরা বাড়িতে যাতায়াত করছিলেন। তাঁদের মধ্যে কেউ ফোনটি নিয়েছেন কি না, খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশে অভিযোগও জানানো হয়েছে। শুক্রবার, ৯ ফেব্রুয়ারি ঠাকুরপুকুর থানায় জেনারেল ডায়েরি করেছেন সৌরভ। তবে পুলিশ এখনও কোনও পদক্ষেপ নেয়নি বলেই খবর। রংমিস্ত্রীদের ডেকে জিজ্ঞাসাবাদের কথা ভাবা হচ্ছে। তাতে যদি কোনও হদিশ মেলে।
সৌরভকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে, ফোনে থাকা গুরুত্বপূর্ণ ও ব্যক্তিগত তথ্য এবং নথি। সৌরভের আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য বললেন, 'ফোনটিতে প্রচুর গুরুত্বপূর্ণ ও ব্যক্তিগত নথি রয়েছে। প্রচুর গুরুত্বপূর্ণ ফোন নম্বর রয়েছে। সবচেয়ে বড় কথা, ব্যাঙ্কের সঙ্গে এই ফোন নম্বরটি লিঙ্কড রয়েছে। বিভিন্ন ইউপিআই পেমেন্টও করা হয় এই ফোন থেকে। সব মিলিয়ে ফোনটি চুরি যাওয়ায় বড় সমস্যায় পড়তে হল দাদাকে।'
ঠাকুরপুকুর থানায় দায়ের হওয়া অভিযোগে সৌরভ নিজেও জানিয়েছেন যে, কতটা গুরুত্বপূর্ণ ছিল ওই ফোন। সৌরভ জানিয়েছেন, প্রচুর ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য ছিল ফোনটিতে। আপাতত পুলিশ যাতে ফোনটির সেই সমস্ত তথ্যের অপব্যবহার আটকাতে পারে, সেই দিকটিতে বেশি জোর দিচ্ছেন সৌরভ। তাঁর ব্যক্তিগত নথির যাতে অপব্যবহার হওয়ার আশঙ্কা না থাকে, তা নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ক। তাঁর তরফে এ ব্যাপারে আর কিছু করণীয় রয়েছে কি না, পুলিশের কাছে সেই পরামর্শও চেয়েছেন সৌরভ।
আরও পড়ুন: সব সময় পাশে... বিতর্কের মুহূর্তে হাতে হাত, ভালবাসার সপ্তাহে স্ত্রী রীতিকার সঙ্গে ছবি রোহিতের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)