এক্সপ্লোর
Advertisement
দিল্লির পরিস্থিতি আদর্শ নয় মেনে নিয়েও বাংলাদেশের কোচ বলছেন, দূষণে কেউ মারা যাবে না
শুক্রবার ফিরোজ শাহ কোটলায় বাংলাদেশের প্র্যাক্টিসে আল আমিন, আবু হায়দার রনি ও স্পিন বোলিং পরামর্শদাতা ড্যানিয়েল ভেট্টোরিকে মাস্ক পরে মাঠে দেখা গিয়েছে। ডমিঙ্গো জানিয়েছেন, বাংলাদেশেও এই ধরনের আবহাওয়া থাকে এবং তাঁরা এতে অভ্যস্ত।
নয়াদিল্লি: রাজধানীতে ভারত-বাংলাদেশের টি-টোয়েন্টি দ্বৈরথের আগে ক্রিকেটীয় উত্তাপ ছাপিয়ে চর্চা চলছে দিল্লির প্রবল দূষণ নিয়ে। শুক্রবারই জানা গিয়েছে, দিল্লির দূষণের মাত্রা ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে। যদিও বাংলাদেশের কোচ উদ্বিগ্ন নন। রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, দিল্লির পরিস্থিতি আদর্শ না হলেও দূষণে কেউ মারা যাচ্ছে না।
শুক্রবার ফিরোজ শাহ কোটলায় বাংলাদেশের প্র্যাক্টিসে আল আমিন, আবু হায়দার রনি ও স্পিন বোলিং পরামর্শদাতা ড্যানিয়েল ভেট্টোরিকে মাস্ক পরে মাঠে দেখা গিয়েছে। ডমিঙ্গো জানিয়েছেন, বাংলাদেশেও এই ধরনের আবহাওয়া থাকে এবং তাঁরা এতে অভ্যস্ত। বাংলাদেশের কোচ সাংবাদিকদের বলেছেন, ‘আমরা জানি আগেরবার শ্রীলঙ্কার এখানে সমস্যা হয়েছিল। দেখুন, বাংলাদেশেও এরকমঅ আবহাওয়া থাকে। তাই আমাদের কাছে খুব বড় একটা ধাক্কা এটা নয়। অন্যান্য দেশের এই সমস্যা হতে পারে। তবে ক্রিকেটারেরা ম্যাচ নিয়ে ভাবছে। দূষণ নিয়ে অভিযোগ কেউ করছে না।’
শুক্রবার বাংলাদেশের প্র্যাক্টিসের পরের দিকে ভেট্টোরি ও বিদেশি সাপোর্ট স্টাফরা ছাড়া প্রত্যেকেই মাস্ক খুলে ফেলেন। ডমিঙ্গো বলেছেন, ‘তিন ঘণ্টার তো খেলা। এমন কিছু কঠিন নয়। হয়তো চোখ জ্বালা করবে বা গলা ধরবে, কিন্তু কেউ মরে যাবে না।’
বৃহস্পতিবার বাংলাদেশের লিটন দাসকে মাস্ক পরতে দেখা গিয়েছিল। পরে তিনি অবশ্য জানান, ব্যক্তিগত শারীরিক সমস্যার কারণেই তিনি মাস্ক পরেছেন। ডমিঙ্গো বলেছেন, ‘হাওয়া বইছে না। স্মগ থাকায় আবহাওয়া আদর্শ নয়। তবে দুই দলকেই এই পরিস্থিতিতে খেলতে হবে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement