এক্সপ্লোর
IND vs AUS 3rd Test: রাহুল, জাডেজার হাফসেঞ্চুরির পর আকাশ দীপ, বুমরার ইতিহাস, গাব্বায় লড়াকু ড্রয়ের পথে ভারত
India vs Australia: ব্রিসবেনে অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে তৃতীয় টেস্টের চতুর্থ দিন শেষে ভারতীয় দলের স্কোর ২৫২/৯। আপাতত ১৯৩ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া।

বল নয়, ব্যাট হাতে শেষবেলায় ভারতের ত্রাতা আকাশ-বুমরা (ছবি: বিসিসিআই ফেসবুক)
1/11

বৃষ্টিবিঘ্নিত গাব্বায় ভারতীয় দল তৃতীয় টেস্টের চতুর্থ দিনের শুরুটা একেবারেই ভালভাবে করতে পারেনি।
2/11

রোহিত শর্মা ১০ রানে আউট হলে ৭৪ রানেই আধা ভারতীয় দল সাজঘরে ফিরে যায়।
3/11

তবে বৃষ্টি, অপরদিকে একের পর এক উইকেটের পতনেও কেএল রাহুল বিচলিত হননি।
4/11

ফের একবার এক অনবদ্য হাফসেঞ্চুরিতে নজর কাড়লেন রাহুল।
5/11

তাঁর ৮৪ রানের ইনিংস সাজানো ছিল একাধিক চোখধাঁধানো কভার ড্রাইভ এবং দুরন্ত একাগ্রতায়।
6/11

এই ম্যাচে মূলত ব্যাটিংটা আরও মজবুত করতেই রবীন্দ্র জাডেজাকে দলে নেওয়া হয়েছিল।
7/11

লড়াকু হাফসেঞ্চুরির ইনিংসে দলের ভরসার মান রাখলেন তিনি। তবে ৭৭ রানের ইনিংসে জাডেজা যখন আউট হন তখনও ভারতের ফলো অন বাঁচানোর জন্য ৩৩ রানের প্রয়োজন ছিল।
8/11

অস্ট্রেলিয়া দ্রুত ভারতের ইনিংস গুটিয়ে দিয়ে ফের একবার ভারতকে চাপে ফেলার চেষ্টায় ছিল। তবে এই সময়ই রুখে দাঁড়ান বুমরা ও আকাশ দীপ।
9/11

দুইজনে অপরাজিত ৩৯ রানের পার্টনারশিপে ভারতকে ফলো অন করা থেকে তো বাঁচানই, পাশাপাশি ইতিহাসও গড়ে ফেলেন।
10/11

এটা কিন্তু গাব্বায় দশম উইকেটে ভারতের সর্বকালের সর্বোচ্চ রানের পার্টনারশিপ। সেই অর্থে আকাশদীপ ও বুমরা কিন্তু ব্রিসবেনে ইতিহাস গড়লেন। বিগত চার বছরে শেষ উইকেটে দ্বিতীয় সর্বোচ্চও বটে।
11/11

আকাশ দীপ এই দিন ২৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। এটি অস্ট্রেলিয়ার মাটিতে কোনও ভারতীয় ১১ নম্বর ব্যাটারের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। কাল দুই তারকাই নিঃসন্দেহে নিজেদের এই পার্টনারশিপে আরেকটু রান যোগ করে ভারতীয় দলের হয়ে অন্তত ড্র সুনিশ্চিত করার চেষ্টায় মাঠে নামবেন। ছবি- আইসিসি, বিসিসিআই ফেসবুক
Published at : 17 Dec 2024 08:30 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
আইপিএল
জেলার
Advertisement
ট্রেন্ডিং
