Wimbledon 2023: মাঝপথেই থামল জকোভিচ-হুরকাজের লড়াই, হারের মুখ থেকে দুরন্ত প্রত্যাবর্তন সুয়াটেকের
Wimbledon: দুই ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে প্রথমবার উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা ইগা সুয়াটেক।
লন্ডন: উইম্বলডনের (Wimbledon 2023) প্রি কোয়ার্টার ফাইনালে হুবার্ট হুরকাজের মুখোমুখি হয়েছিলেন টুর্নামেন্ট ফেভারিট নোভাক জকোভিচ (Novak Djokovic)। বিশ্বের ১৭ নম্বর হুরকাজ ও দুই নম্বর জকোভিচের মধ্যে সেন্টার কোর্টে এক হাড্ডাহাড্ডি লড়াই দেখছিলেন সমর্থকরা। তবে বাধ সাধল নিয়ম। সেই কারণেই দুই সেটের পরেই ম্যাচ স্থগিত করে দিতে বাধ্য হলেন উদ্যোক্তরা।
ম্যাচে ফেভারিট হিসাবে জকোভিচই কোর্টে নামেন। আপাতত ম্যাচে দুই সেটে এগিয়েও রয়েছেন জকোভিচ। তবে জকোভিচকে দুই সেটই টাই ব্রেকারে জিততে হয়েছে। সেয়ানে সেয়ানে টক্কর দেন হুরকাজও। পোল্যান্ড তারকার বিরুদ্ধে জকোভিচের দুই সেটে স্কোর ৭-৬ (৮), ৭-৬ (৮)। কিন্তু এই দুই সেটেক পরেই স্থানীয় সময় রাত ১০.৩৫-এ ম্যাচ বন্ধ করে দিতে হয়। নিয়ম অনুযায়ী রাত ১১টার পরেই উইম্বলডনে কার্ফু লাগু হয়ে যায়। ওইটুকু সময়ে তৃতীয় সেট শেষ করা কার্যত অসম্ভব। সেই কারণেই খেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
কিন্তু কী কার্ফু এবং কেনই বা এটা লাগু হয়? ২০০৯ সালে সেন্টার কোর্টে ছাদ বসার পর থেকেই উইম্বলডনে কড়াভাবে এই নিয়ম পালন করা হয়। ১১টার পর আর খেলা হবে না, এই শর্তেই ছাদ গড়ার অনুমতি পেয়েছিল উইম্বলডন কর্তৃপক্ষ। ২০১৮ সালে এক বিবৃতিতে জানান হয়, ঘনবসতি এলাকায় আশেপাশের বাড়িগুলির কথা মাথায় রেখেই ১১টায় খেলা বন্ধ করার এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বেশি রাত হল উপস্থিত দর্শকদের বাড়ি ফেরার যানবাহন পেতেও অসুবিধা হবে। তাই তাঁদেরও সুরক্ষাও এই সিদ্ধান্তের অন্যতম বড় কারণ।
ঘটনাক্রমে, এই ম্যাচ জিততে পারলে সেমিফাইনালের আগে আজ জকোভিচের বিশ্রামের দিন ছিল। কিন্তু তা সম্ভব হচ্ছে না। সেন্টার কোর্টে সম্ভবত দিনের দ্বিতীয় ম্যাচে কোর্টে নামবেন জকোভিচ, হুরকাজ। আজও জকোভিচদের ম্যাচ মিলিয়ে সেন্টার কোর্টে মোট চারটি ম্যাচ আয়োজিত হতে পারে। তাই আজও এমন পরিস্থিতির সৃষ্টি হলে অবাক হওয়ার কিছুই নেই।
প্রসঙ্গত, এই সেন্টার কোর্টেই জকোভিচদের আগে খেলতে নেমেছিলেন ইগা সুয়াটেক (Iga Swiatek)। বিশ্বের এক নম্বর মহিলা সিঙ্গেলস তারকা টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকে যেতে যেতেও, দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে প্রথমবার উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন। দুইবার বেলিন্ডা বেনসিসের বিরুদ্ধে দুইটি ম্যাচ পয়েন্ট সেভ করে ম্যাচ জেতেন ইগা। তিন সেটের ম্যাচে স্কোর সুয়াটেকের পক্ষে ৬-৭ (৭), ৭-৬ (৭), ৬-৩।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: আর্থিক টানাপোড়েন ? আজই বাড়িতে নিয়ে আসুন এই ছোট্ট জিনিস; দ্রুত হতে পারেন ধনী !