Novak Djokovic: করোনার টিকা নেননি, তবে অস্ট্রেলীয় ওপেনে খেলতে পারবেন জকোভিচ
Australian Open 2023: নিষেধাজ্ঞা বহাল থাকলেও বা তিনি এখনও করোনার টিকা না নিলেও পরের বছর অস্ট্রেলীয় ওপেনে খেলার ছাড়পত্র পেতে চলেছেন নোভাক জকোভিচ। সূত্রের খবর, নোভাককে ছাড়পত্রও দেওয়া হয়েছে।
সিডনি: করোনার টিকা নেননি তিনি। যে কারণে চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি নোভাক জকোভিচ (Novak Djokovic)। আইনি লড়াইয়ের পরে অস্ট্রেলিয়া থেকে ফিরে আসতে হয়েছিল নোভাককে। অস্ট্রেলিয়ায় প্রবেশের জন্য তাঁর উপর আরোপিত হয়েছিল তিন বছরের নিষেধাজ্ঞা। তবে সেই নিষেধাজ্ঞা বহাল থাকলেও বা তিনি এখনও করোনার টিকা না নিলেও পরের বছর অস্ট্রেলীয় ওপেনে খেলার ছাড়পত্র পেতে চলেছেন নোভাক জকোভিচ। সূত্রের খবর, নোভাককে ছাড়পত্রও দেওয়া হয়েছে।
গত মে মাসেই অস্ট্রেলিয়ায় ক্ষমতায় এসেছে নতুন সরকার। তারা তাদের নয়া অভিবাসন নীতিও চালু করেছে। নোভাকের উপর অস্ট্রেলিয়াতে যে তিন বছর প্রবেশের নিষেধাজ্ঞা ছিল, তা তারা প্রত্যাহার করে নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। নয়া অভিবাসন মন্ত্রী অ্যান্ড্রু জাইলস স্বয়ং এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষেত্রে জকোভিচকে সে দেশের সরকারের কাছে আবেদন করতে হবে। তার পরিপ্রেক্ষিতেই অস্ট্রেলীয় সরকার নিষেধাজ্ঞা তুলে নেবে বলে জানানো হয়েছে।
View this post on Instagram
করোনা টিকা না নেওয়ার কারণে চলতি যুক্তরাষ্ট্র ওপেনেও খেলার ছাড়পত্র পাননি নোভাক জকোভিচ। চলতি বছরের উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়েছেন নোভাক জকোভিচ। ফাইনালে হারিয়েছিলেন নিক কিরিয়সকে। তবে যুক্তরাষ্ট্র ওপেনে নোভাক খেলতে না পারায় তাঁর সমর্থনে মুখ খুলেছিলেন রাফায়েল নাদাল। রাফা বলেছিলেন 'এই খবরটা খুব দুঃখজনক। এটা লজ্জার যখন বিশ্বের সেরা খেলোয়াড় কোনও টুর্নামেন্টে খেলতে না পারে। ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়কে না পাওয়াটা বিরাট বড় ক্ষতি।'
আরও পড়ুন: কোহলির পর এবার স্টিভ স্মিথেরও খরা কাটল, দুই বছর পর এল ওয়ান ডে সেঞ্চুরি