Novak Djokovic: সিনারের বিরুদ্ধে হেরেই ফরাসি ওপেন থেকে বিদায়, 'এটাই শেষ ম্যাচ হতে পারে', অবসরের ইঙ্গিত জকোভিচের
Roland Garros: ইয়ানিক সিনারের বিরুদ্ধে রোলা গ্যাঁরোজের সেমিফাইনালে স্ট্রেট সেটে পরাজিত হন নোভাক জকোভিচ।

প্যারিস: ওপেন যুগের সফলতম পুরুষ সিঙ্গেলস টেনিস খেলোয়াড় তিনি। তাঁর ঝুলিতে নেই, এমন কোনও খেতাব খুঁজে পাওয়া কঠিন। চলতি রোল গ্যাঁরোজেও (Roland Garros) দারুণ ছন্দে দেখাচ্ছিল তাঁকে। ফের এক গ্র্যান্ডস্ল্যাম জয়ের প্রধান দাবিদার মনে করা হচ্ছিল। তবে ইয়ানিক সিনারের বিরুদ্ধে সেমিফাইনালে পরাস্ত হলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। এই হারের পরেই সার্বিয়ান তারকার মুখে অবসরের ইঙ্গিত।
জেরেভের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে দুরন্ত খেলেছিলেন জকোভিচ। তবে সিনারের বিরুদ্ধে স্ট্রেট সেটে ৪-৬, ৫-৭, ৬-৭ স্কোরলাইনে পরাস্ত হন জোকার। এরপরেই জকোভিচের কথা ও কর্মকাণ্ডে অবসরের স্পষ্ট ইঙ্গিত মিলল। ম্যাচ শেষে জকোভিচ কোর্ট ছাড়ার আগে এক মুহূর্তের জন্য সব ব্যাগ নামিয়ে পিছন ফেরেন। সমর্থকদের উদ্দেশে হাতও নাড়েন। যা দেখে অনেকেরই মনে হচ্ছে ৩৮-র জকোভিচ হয়তো এর মাধ্যমেই বিদায়ী বার্তা দিয়ে দিলেন।
Flawless Run to the Final 🔝
— Roland-Garros (@rolandgarros) June 6, 2025
Sinner takes down Djokovic and reaches the #RolandGarros final without dropping a single set. Alcaraz awaits! 🎾🔥
Watch the best moments of this epic clash—highlights presented by @Emirates ✈️#RolandGarros #FlyBetter #Emirates pic.twitter.com/LPFhQsI9S9
এরপর ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনেও জকোভিচ নিজেই অবসরের আভাস দেন। 'এটা আমার এখানে শেষ ম্যাচ হলেও হতে পারে। সত্যি বলতে জানি না। সেই কারণেই ম্যাচ শেষে আমি খানিকটা আবেগঘন হয়ে পরি। যদি সত্যিই এটা রোলা গ্যাঁরোজে আমার শেষ ম্যাচ হয়, তাহলে বলব আজকের পরিবেশটা দারুণ ছিল, সমর্থকরাও দারুণ সমর্থন দিয়েছেন। আমি কি আরও খেলতে চাই? হ্যাঁ, অবশ্যই চাই। কিন্তু ১২ মাস পরে আবার এখানে ফিরব কি না জানি না। বর্তমানে এটুকুই বলতে পারি।'
এদিনের ম্যাচে ২৪ স্ল্যামের মালিক জকোভিচের কাছে সিনারের দুরন্ত ফোরহ্যান্ডের তেমন কোনও জবাবই ছিল না। সিংহভাগ সময়ই নিজের বেসলাইনে সিনারের আক্রমণাত্মক ফোরহ্যান্ডগুলি সামলাতেই কাটান জকোভিচ। তবে একের পর এক নিখুঁত শটে ক্রোট তারকা চাপে পড়েন। শেষমেশ দ্বিতীয় ইতালিয়ান হিসাবে ফরাসি ওপেনের ফাইনালেও পৌঁছে গেলেন তিনি। ইতিমধ্যেই বর্তমান বিশ্বের এক নম্বর তারকা অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন। গত বছরের যুক্তরাষ্ট্র ওপেনও জিতেছিলেন তিনি। এই ম্যাচ জিতে গ্র্যান্ডস্ল্যামে নাগাড়ে ২০টি ম্যাচ জিতলেন সিনার।
ফরাসি ওপেনের ফাইনালে নব প্রজন্মের দুই তরুণ তুর্কি সিনার ও কার্লোস আলকারাজ় একে অপরের বিরুদ্ধে খেতাবি লড়াইয়ে কোর্টে নামবেন। কার্লোস গত বারও রোলা গ্যাঁরোজ জিতেছিলেন। তবে সিনার ফাইনালে পৌঁছনোর পথে একটিও সেট হারেননি। ফলে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করাই যায়।






















