Novak Djokovic in Wimbledon: শুধু ট্রফি জয় নয়, উইম্বলডন ফাইনালে ক্ষুদে ভক্তের মনও জিতে নিলেন জকোভিচ
রবিবারই সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালিক হয়েছেন নোভাক জকোভিচ। রজার- রাফার সঙ্গে একাসনে বসেছেন। ম্যাচের পর ক্ষুদে এক ভক্তকে নিজের র্যাকেট উপহার দিয়ে মন জয় করলেন সার্বিয়ান তারকা।
লন্ডন: টেনিস কোর্টে তিনি চ্যাম্পিয়ন। এই মুহূর্তে স্বপ্নের ফর্মে রয়েছেন বিশ্বের ১ নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ। রবিবারই পুরুষদের টেনিসে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালিক হয়েছেন সার্বিয়ান এই টেনিস তারকা। উইম্বলডনের ফাইনালে ইতালির মাত্তেও বেরেত্তিনিকে হারিয়ে দিয়েছেন জোকার। এই মুহূর্তে ২০টি গ্র্যান্ড স্ল্যাম ঝুলিতে তাঁর। রজার ফেডেরার ও রাফায়েল নাদালের সঙ্গে এক আসনে বসেছেন।
তবে ম্যাচের পর একটা সুন্দর দৃশ্য উপহার দিলেন নোভাক। আর তাতেই মন জয় করে নিলেন সবার। গ্যালারি থেকে গোটা ম্যাচ জুড়েই গলা ফাটাচ্ছিলেন সার্বিয়ান তারকার এক ক্ষুদে ভক্ত। প্রতি মুহূর্তে জকোভিচকে উৎসাহ দিচ্ছিলেন তিনি। প্রথম সেটে জোকার পিছিয়ে যাওয়ার পরও একটুও ভেঙ্গে পড়েননি সেই ক্ষুদে ভক্ত। ম্যাচ জিতে সেই ভক্তকেই উপহার দিলেন জোকার। নিজের র্যাকেটটি সেই ভক্তের হাতে তুলে দেন তিনি।
🤗#Wimbledon | @DjokerNole pic.twitter.com/BAkVtq81mK
— Wimbledon (@Wimbledon) July 11, 2021
উইম্বলডনের ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে এই সুন্দর মুহূর্তটির। যেখানে দেখা যাচ্ছে যে একটি বাচ্চা মেয়েকে নিজের র্যাকেটটি ম্যাচের শেষে উপহার দিচ্ছেন সার্বিয়ান টেনিস তারকা। ম্যাচের পর গ্যালারির দিকে দৌড়ে যাচ্ছিলেন জকোভিচ। সেখানে নিজের কোচকে জড়িয়ে ধরেছিলেন। এরপরই দেখা যায় যে ক্ষুদে সেই ভক্তর আবদনে সাড়া দেন জোকার। নিজে এগিয়ে এসে তাঁর গাল টিপে দেন। একইসঙ্গে র্যাকেটটি হাতে তুলে দেন। সেই ক্ষুদে ভক্তের হাতে দেখা যাচ্ছিল জকোভিচকে নিয়ে একটি পোস্টার। জকোভিচের নামের স্পেলিংয়ের প্রত্যেকটি লেটারের অভিনব মানেও তৈরি করেছে সেই ভক্ত।
এর আগে ফরাসি ওপেনের মঞ্চেও এমন ছবি দেখা গিয়েছিল। ফরাসি ওপেনের ফাইনালে সিৎসিপাসকে হারানোর পর গ্য়ালারির দিকে দৌড়ে গিয়ে এক ভক্তকে ঠিক একইরকমভাবে নিজের র্যাকেট তুলে দিয়েছিলেন জকোভিচ। কোর্টের বাইরে জোকারের এমন ব্যবহার মন জয় করে নিয়েছে টেনিস প্রেমীদের। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।