(Source: ECI/ABP News/ABP Majha)
Novak Djokovic: ২৩ বছরে প্রথমবার টুর্নামেন্টে নেই টেনিসের 'বিগ থ্রি', এটিপি ফাইনাল থেকে নাম তুলেন জকোভিচ
Novak Djokovic ATP Final: এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় পঞ্চম স্থানে রয়েছেন নোভাক জকোভিচ। এটিপি ফাইনালে না খেললে ক্রমতালিকায় তার প্রভাব পড়তে পারে।
বেলগ্রেড: চলতি বছরের এটিপি ফাইনাল ধরে রাখার লড়াইয়ে নামছেন না নোভাক জকোভিচ (Novak Djokovic)। চোটের জন্য টুর্নামেন্ট থেকে নাম তুলে নিয়েছিলেন নোভাক জকোভিচ। ২৪ গ্র্যান্ডস্লাম ঝুলিতে পুরে নেওয়া সার্বিয়ান তারকা চলতি মরশুমে আর কোনও টুর্নামেন্টে খেলতে নামবে না।
সার্বিয়ান টেনিস তারকা বলছেন, ''আমি চোটের জন্য আগামী সপ্তাহ থেকে শুরু হওয়া টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারব না। দর্শকদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যাঁরা আমাকে দেখতে চেয়েছিলেন। টুর্নামেন্টে অংশ নিতে চলা সব প্লেয়ারদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।''
এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় পঞ্চম স্থানে রয়েছেন নোভাক জকোভিচ। এটিপি ফাইনালে না খেললে ক্রমতালিকায় তার প্রভাব পড়তে পারে। জ্যানিক সিনার, আলেকজান্ডার জেভরেভ, কার্লোস আলকারাজ, ড্যানিল মেদভেদেভ, টেলর ফ্রিৎজ ইতিমধ্যেই টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করেছেন। জকোভিচ আগেই প্য়ারিস মাস্টার্স থেকে নাম তুলে নিয়েছিলেন।
কিছুদিন আগেই নাদাল টেনিস কেরিয়ারকে বিদায় জানিয়েছেন। আরও দু বছর আগে রজার বিদায় নিয়েছিলেন। আধুনিক টেনিসের ত্রয়ীর মধ্যে একমাত্র খেলছেন জকোভিচ। ৩৭ পেরনো সার্বিয়ান টেনিস তারকাও কিন্তু তাঁর কেরিয়ারের একেবারে সায়াহ্নে। পুরুষদের টেনিস সর্বাধিক ২৪ গ্র্যান্ডস্লামের মালিক যদিও একটি গ্র্যান্ডস্লাম আরও জিততে চাইবেন। সেক্ষেত্রে পুরুষ ও নারী মিলে টেনিসে সর্বাধিক গ্র্যান্ডস্লামের মালিক হবেন জকোভিচ। শাংহাই মাস্টার্সের ফাইনালে হারের পর জকোভিচ বলছেন, ''আমি জানি না ভবিষ্যতে কী হবে। তব এই মরশুমটা ফলের নিরিখে আমার জন্য সবচেয়ে বাজে একটা মরশুম গেল। তবে আমি পরিশ্রম করব। আমি নিজেকে আরও শক্তিশালী করে তৈরি করব। পরের মরশুমে ফের কোর্টে ফিরতে চাই। আবার গ্র্যান্ডস্লামে খেলতে চাই।''
উল্লেখ্য, রজার ফেডেরার ২০২২ সালেই অবসর নিয়েছিলেন টেনিস থেকে। উল্লেখ্য, কিছুদিন আগেই টেনিসকে আলবিদা জানিয়েছেন রাফায়েল নাদাল। আগামী মাসে স্পেনের হয়ে ডেভিস কাপের ফাইনালে শেষবার টেনিস কোর্টে খেলতে নামবেন ৩৮ বছরের এই কিংবদন্তি টেনিস তারকা। মালাগায় হতে চলা এই ম্য়াচেই শেষবার খেলতে দেখা যাবে নাদালকে। গত দুটো মরশুমে টানা চোটের জন্য ভুগতে হয়েছে নাদালকে। গত বছরই জানিয়ে দিয়েছিলেন যে এই মরশুমের শেষেই হয়ত টেনিসকে বিদায় জানাতে পারেন। সেই সিদ্ধান্তেই বহাল থাকলেন।
আরও পড়ুন: আইপিএলে এখন কোটিপতি রিঙ্কু, আলিগড়ে নাইট তারকার প্রাসাদসম বাড়ি কিনলেন নাইট তারকা