এক্সপ্লোর
Advertisement
গ্রেটার নয়ডায় ১.৬৮ কোটি টাকা দামের ফ্ল্যাট সচিনের
নয়াদিল্লি:এবার রাজধানী সংলগ্ন গ্রেটার নয়ডাতেও বাড়ি হল সচিন তেন্ডুলকরের। গ্রেটার নয়ডায় জেপি গ্রিনের ক্রিসেন্ট কোর্টের ২৩ তলার একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন প্রাক্তন ব্যাটসম্যান। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ফ্ল্যাটটির রেজিস্ট্রি করতে এসেছিলেন সচিনের স্ত্রী অঞ্জলি। এই কাজে তিনি প্রায় সারাদিনই গ্রেটার নয়ডা ইনডাস্ট্রিয়াল ডেভেলাপমেন্ট অথরিটি (জিএনআইডিএ) অফিসে কাটিয়েছেন।
প্রায় ৪৫২ একর এলাকা জুড়ে বিস্তৃত ক্রিসেন্ট কোর্ট। জেপি গ্রিনস নামে টাউনশিপ এলাকার অংশ ওই বিলাসবহুল অ্যাপার্টমেন্ট।
ছয় বছর আগে জেপি সিমেন্ট সচিনকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বেছে নিয়েছিল এবং ক্রিসেন্ট কোর্টে একটি অ্যাপার্টমেন্ট দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল।
পরে সচিন এই সম্পতি তাঁর স্ত্রীর নামে করে দেন।
সচিনের ফ্ল্যাট সংক্রান্ত কিছু তথ্য
-অঞ্জলির নামে রেজিস্ট্রি করা হয়েছে ওই ফ্ল্যাট
-২২ তলার ওই অ্যাপার্টমেন্ট ৩১৪ বর্গ মিটারের
-বিলাসবহুল সামগ্রী দিয়ে সাজানো অ্যাপার্টমেন্টের ৬ টি বড় কক্ষ
রেজিস্ট্রির নথি অনুযায়ী, সচিনের ফ্ল্যাটের মোট দাম ১.৬৮ কোটি টাকা। ফ্ল্যাটের স্ট্যাম্প ডিউটি বাবদ সচিনের স্ত্রীকে দিতে হয়েছে ৮.৪০ লক্ষ টাকা।
প্রতিবেশী হিসেবে সচিন পাবেন কপিল দেব এবং আর পি সিংহকে। কারণ, একই অ্যাপার্টমেন্টে কপিল ও আরপি-র ফ্ল্যাট রয়েছে।
মুম্বইয়ের বান্দ্রার লা মের হাউজিং সোসাইটিতে ৬ হাজার বর্গ ফুট ভিলায় সপরিবারে থাকেন সচিন।
এছাড়াও কেরলে সমুদ্রে ধারে সচিনের একটি ভিলা রয়েছে বলে সূত্রের খবর।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement