(Source: ECI/ABP News/ABP Majha)
NZ vs AUS, T20 WC LIVE: ১৫ বছরের অপেক্ষার অবসান, টি-টোয়েন্টিতে বিশ্বজয় অস্ট্রেলিয়ার
T20 WC 2021, Match 45, NZ vs AUS: ২০১০-এ ফাইনালে উঠেও ইংল্যান্ডের কাছে হেরে যায় অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড এবারই প্রথম ফাইনালে উঠল। ফলে ক্রিকেটদুনিয়া সংক্ষিপ্ততম ফর্ম্যাটে নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে।
LIVE
Background
দুবাই: আজ টি-২০ বিশ্বকাপের ফাইনাল (T20 World Cup 2021 Final)। মুখোমুখি দুই প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। দু’দলই এখনও পর্যন্ত একবারও এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০১০-এ ফাইনালে উঠেও ইংল্যান্ডের কাছে হেরে যায় অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড এবারই প্রথম ফাইনালে উঠল। ফলে ক্রিকেটদুনিয়া সংক্ষিপ্ততম ফর্ম্যাটে নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে।
একদিনের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার রেকর্ড দুরন্ত। তারাই সবচেয়ে বেশিবার একদিনের বিশ্বকাপ জিতেছে। কিন্তু টি-২০ বিশ্বকাপে অসিদের রেকর্ড অনুজ্জ্বল। এবারের আগে এই প্রতিযোগিতায় নিউজিল্যান্ডের সেরা পারফরম্যান্স ছিল দু’বার সেমি-ফাইনালে পৌঁছনো। তবে এবার দু’দলই অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠেছে।
এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপের ইতিহাসে একবারই মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত হওয়া টি-২০ বিশ্বকাপে সেই ম্যাচে জয় পেয়েছিল নিউজিল্যান্ড। তারপর দু’দল এই প্রথম টি-২০ বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে। অতীত রেকর্ড তাঁদের পক্ষে থাকায় বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারেন কেন উইলিয়ামসনরা।
টি-২০ ম্যাচে দু’দলের লড়াইয়ের রেকর্ড অবশ্য অস্ট্রেলিয়ার পক্ষে। এখনও পর্যন্ত দু’দল ১৪বার টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৯টি ম্যাচই জিতেছে অস্ট্রেলিয়া। পাঁচটি ম্যাচে জয় পেয়েছে নিউজিল্যান্ড।
NZ vs AUS, T20 LIVE: টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
NZ vs AUS, T20 WC LIVE: জয়ের হাতছানি অজিদের
জয়ের আরও কাছে অস্ট্রেলিয়া। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের হাতছানি ক্যাঙ্গারুদের
NZ vs AUS, T20 LIVE: অর্ধশতরান মিচেল মার্শের
অর্ধশতরানের ইনিংস খেললেন মিচেল মার্শ।
NZ vs AUS, T20 WC LIVE: ৫৩ রানে আউট ওয়ার্নার
৫৩ রান করে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড ওয়ার্নারের।
NZ vs AUS, T20 LIVE: ১২ ওভারে অস্ট্রেলিয়া ১০৬/১
১২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার স্কোর ১০৬।