NZ vs BAN 2nd Test: দ্বিশতরানের পথে ল্যাথাম, বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই দাপট কিউয়িদের
NZ vs BAN 2nd Test: ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৩৪৯ রান বোর্ডে তুলে নিয়েছে কিউয়িরা। ১৮৬ রানে অপরাজিত রয়েছেন টম ল্যাথাম।
![NZ vs BAN 2nd Test: দ্বিশতরানের পথে ল্যাথাম, বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই দাপট কিউয়িদের NZ vs BAN 2nd Test: Tom Latham eyes double ton as New Zealand dominate Bangladesh NZ vs BAN 2nd Test: দ্বিশতরানের পথে ল্যাথাম, বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই দাপট কিউয়িদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/09/0c87dcf9f847782f9f1787f24c67ba16_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ক্রাইস্টচার্চ: প্রথম টেস্টের বড় ধাক্কা সামলে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াচ্ছে নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৩৪৯ রান বোর্ডে তুলে নিয়েছে কিউয়িরা। ১৮৬ রানে অপরাজিত রয়েছেন টম ল্যাথাম। ৯৯ রানে অপরাজিত রয়েছেন ডেভন কনওয়ে। অর্ধশতরানের ইনিংস খেলেছেন আরেক ওপেনার উইল ইয়ংও।
সিরিজে পিছিয়ে থেকে এদিন দ্বিতীয় টেস্টে খেলতে নেমেছিল নিউজিল্যান্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপে খেতাব ধরে রাখার লক্ষ্যে থাকা কিউয়িদের বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে হার যথেষ্ট বেগ দিয়েছে। সেই ম্যাচের ভুল দ্রুত শুধরে নেওয়াই লক্ষ্য ছিল। এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। কিন্তু গোটা দিনে একবার মাত্রই সাফল্য পেল টাইগার বাহিনী। ওপেনিংয়ে ১৪৮ রানের পার্টনারশিপ গড়ে তোলেন ল্যাথাম-ইয়ং জুটি। ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৪ রানের ইনিংস খেলে শরিফুল ইসলামের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান ইয়ং। তবে থামানো যায়নি ল্যাথামকে। ২০১৯ সালের পর প্রথমবার টেস্ট ক্রিকেটে শতরান হাঁকালেন ল্যাথাম। তবে দিনের শেষে ২৮টি বাউন্ডারির সাহায্যে ১৮৬ রান করে এবার দ্বিশতরানের লক্ষ্যে এগোচ্ছেন এই কিউয়ি ব্যাটার। তাঁর সঙ্গে ক্রিজে আছেন ডেভন কনওয়েও। তিনিও একেবারে শতরানের দোরগোড়ায়। প্রথম দিনের খেলা শেষে ৯৯ রানে অপরাজিত রয়েছেন তিনি।
এদিকে ক্রাইস্টার্চে নামার সঙ্গে সঙ্গেই নতুন এক নজির গড়লেন রস টেলর। দেশের হয়ে সর্বাধিক টেস্ট খেলার তালিকায় শীর্ষে উঠে এলেন টেলর। তিনি টপকে গেলেন প্রাক্তন কিউয়ি অধিনায়ক স্টিফেন ফ্লেমিংকে। ১১১ টেস্ট খেলেছিলেন ফ্লেমিং। সেখানে টেলরের ঝুলিতে এখন ১১২ টেস্ত। যদিও এই তালিকায় টেলরের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন আরেক প্রাক্তন ড্যানিয়েল ভেট্টোরি। তালিকায় ১০১ টেস্ট খেলে তৃতীয় স্থানে ব্রেন্ডন ম্যাককালাম। এই সিরিজেই শেষবারের মত নিউজিল্যান্ড জার্সিতে দেখা যাবে রস টেলরকে।
আরও পড়ুনঃ ছক্কা নেই, নো বল নেই, তবুও ১ বলে ৭ রান পেলেন ব্যাটার, কীভাবে?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)