NZ vs BAN: ছক্কা নেই, নো বল নেই, তবুও ১ বলে ৭ রান পেলেন ব্যাটার, কীভাবে?
NZ vs BAN: ক্রাইস্টাচার্চে বাংলাদেশের (bangladesh) বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমেছে নিউজিল্যান্ড (new zeland)। এই মুহূর্তে ১-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে রয়েছে কিউয়ি বাহিনী।
ক্রাইস্টচার্চ: ১ বলে ৭ রান। নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্টে এমনই অবাক করা ঘটনা হল। যার জন্য ১ বলে ৭ রান করলেন কিউয়ি ব্যাটার উইল ইয়ং। কিন্তু কীভাবে? ক্রাইস্টাচার্চে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমেছে নিউজিল্যান্ড। এই মুহূর্তে ১-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে রয়েছে কিউয়ি বাহিনী।
এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। ঘটনাটি ঘটে লাঞ্চের পর প্রথম ওভারে। প্রথম সেশনে সেই সময় বিনা উইকেট হারিয়ে বোর্ডে ৯২ রান তুলে ফেলেছিল নিউজিল্যান্ড। সেই ওভারটি করছিলেন এবাদত হোসেন। শেষ ডেলিভারটি ইয়ংয়ের ব্যাটে লেগে স্লিপের দিকে যায়। প্রথম স্লিপের ফিল্ডার ক্যাচ মিস করেন। বলটি বাউন্ডারি লাইনের দিকে যাচ্ছিল। সেই সময় দ্বিতীয় স্লিপের ফিল্ডার দৌড়ে সেই বলটি ধরার চেষ্টা করেন। ততক্ষণে ৩ রান নিয়ে নিয়েছেন ইয়ং ও তাঁর ওপেনিং পার্টনার টম ল্যাথাম। ফিল্ডার সেই মুহূর্তে বলটি ধরে কিপার নুরুল হাসানের দিকে ছুঁড়ে মারেন। তিনি আবার বোলার এন্ডে ছুঁড়ে মারেন রান আউটের লক্ষ্যে। কিন্তু বলটি উইকেটে না লেগে সোজা মিড অনের বাউন্ডারি লাইন পার করে যায়। বোলার এবাদত বলটি ধরার জন্য পিছু নিলেও সফল হননি। ভাগ্য সঙ্গ দেওয়ায় একটি বলেই ৭ রান পেয়ে যান ইয়ং। এদিন অর্ধশতরানের ইনিংসও খেলেন তিনি। তবে ৫৪ রান করে শরিফুল ইসলামের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান।
Meanwhile, across the Tasman Sea... ⛴️
— Cricket on BT Sport (@btsportcricket) January 9, 2022
Chaos in the field for Bangladesh as Will Young scores a seven (yes, you read that correctly!) 😅#NZvBAN | BT Sport 3 HD pic.twitter.com/fvrD1xmNDd
এদিকে প্রথমে ব্যাট করতে নেমে বড় রানের লক্ষ্যে এগোচ্ছে নিউজিল্যান্ড। ১ উইকেট হারালেও বোর্ডে তিনশো রান তুলে নিয়েছে তারা। দুরন্ত শতরান করে এখনও ক্রিজে রয়েছে টম ল্যাথাম। ২০১৯ সালের পর প্রথমবার টেস্ট ক্রিকেটে শতরান হাঁকালেন ল্যাথাম। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন ডেভন কনওয়ে। এই সিরিজেই শেষবারের মত নিউজিল্যান্ড জার্সিতে দেখা যাবে রস টেলরকে।