India World Cup Squad: নেতৃত্বে রোহিত, ডেপুটি হার্দিক, বিশ্বকাপের ১৫ সদস্যের ভারতীয় দলে সূর্যকুমার
India World Cup Squad 2023: আগামী ৫ অক্টোবর থেকে দেশের মাটিতে শুরু হতে চলেছে ওয়ান ডে বিশ্বকাপ। ভারতীয় দল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে রোহিত বাহিনী।
ক্যান্ডি: বিশ্বকাপের (World Cup 2023) জন্য ১৫ সদস্যের ভারতীয় দল (Indian Cricket Team) ঘোষণা হয়ে গেল। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে দেশের মাটিতে এই টুর্নামেন্টে খেলতে নামবে টিম ইন্ডিয়া। রোহিতের ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে হার্দিক পাণ্ড্যকে। এছাড়া ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদবও। শ্রেয়স আইয়ার ও কে এল রাহুলও (K L Rahul) জায়গা পেয়েছেন। তবে সুযোগ পাননি সঞ্জু স্যামসন। ওয়ান ডে ফর্ম্যাটে ভাল গড় থাকা সত্ত্বেও সুযোগ পাননি এই ডানহাতি উইকেটকিপার ব্যাটার। অন্যদিকে ঈশান কিষাণ সুযােগ পেয়েছেন বিশ্বকাপের স্কোয়াডে। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে দুর্দান্ত অর্ধশতরান হাঁকিয়েছিলেন রাঁচির বাঁহাতি উইকেট কিপার ব্যাটার। ওয়ান ডে ফর্ম্যাটে অভিজ্ঞতা কম থাকলেও সাম্প্রতিক ফর্মের বিচারে স্যামসনকে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছেন ইশান কিষাণ।
অন্য়দিকে বোলিং ডিপার্টমেন্টে স্পিন বিভাগেও চাহাল ও অশ্বিনকে টেক্কা দিয়েছেন কুলদীপ যাদব। অভিজ্ঞতার বিচারে অশ্বিন অনেক এগিয়ে থাকলেও সীমিত ওভারের ফর্ম্যাটে বিগত কয়েক বছরে ধারাবাহিক নন তিনি। অন্য়দিকে সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে চাহালের থেকে অনেকটাই এগিয়ে কুলদীপ। তাই তাঁকে দলে রাখা হয়েছে। ব্যাটিং অর্ডারে বিরাট, রোহিত, শ্রেয়স, কে এল রাহুল ছাড়াও সূর্যকুমার যাদবকে সুযোগ দেওয়া হয়েছে। ওয়ান ডে ফর্ম্যাটে পারফরম্যান্স একদমই ভাল নয় সূর্যর। তিনি আদৌ সুযোগ পাবেন কি না তা নিয়েও সংশয় ছিল। কিন্তু শেষ পর্যন্ত মুম্বইয়ের ডানহাতি ব্যাটারের ওপর ভরসা রেখেছেন নির্বাচকরা।
অলরাউন্ডার হিসেবে হার্দিক পাণ্ড্য ও শার্দুল ঠাকুর রয়েছেন। তাঁরা পেস অলরাউন্ডার। এছাড়া স্পিন অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাডেজার পাশাপাশি জায়গা পেয়েছেন অক্ষর পটেল। এছাড়া পেস বিভাগে তিন সিমার নিয়ে বিশ্বকাপে নামবে ভারত। তাঁরা হলেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরা।
এক নজরে ভারতীয় দল: রোহিত শর্মা, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, কে এল রাহুল, ঈশান কিষাণ, অক্ষর শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব
এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করা হলেও, বিশ্বকাপের জন্য ১৫ জনেরই দল ঘোষণা করা যাবে। তাই ভারতের এশিয়া কাপ দলে সুযোগ পাওয়া অন্তত দুই তারকা এই বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেন। তারা হলেন প্রসিদ্ধ কৃষ্ণ ও তিলক ভার্মা। তবে দলে পরবর্তীতে আইসিসির অনুমতি রদবদল ঘটানোর সুযোগ রয়েছে। এছাড়াও এশিয়া কাপের দলে স্ট্যান্ডবাই ছিলেন সঞ্জু স্য়ামসন।