India vs England: কাঁটা বৃষ্টি, গুয়াহাটিতে ভারত-ইংল্যান্ড প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত
ODI World Cup 2023: গুয়াহাটিতে শনিবার যাদের বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ ছিল রোহিত শর্মাদের। কিন্তু বাদ সাধল বৃষ্টি। এক বলও খেলা হল না। তাই প্রস্তুতির সুযোগ হাতছাড়া হল টিম ইন্ডিয়ার।
গুয়াহাটি: বিশ্বকাপের (ODI World Cup) আগে শেষবার কোনও বড় দলের বিরুদ্ধে নিজেদের জরিপ করে নেওয়ার সুযোগ ছিল ভারতীয় দলের সামনে। তাও যে সে দল নয়, বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড (Ind vs Eng)। গুয়াহাটিতে শনিবার যাদের বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ ছিল রোহিত শর্মাদের। কিন্তু বাদ সাধল বৃষ্টি। এক বলও খেলা হল না। তাই প্রস্তুতির সুযোগ হাতছাড়া হল টিম ইন্ডিয়ার।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। তবে ম্যাচ যে সময় শুরু হওয়ার কথা হয়েছিল, তার ঠিক ১০ মিনিট আগে বৃষ্টি নামে। রীতিমতো বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি নামে। খেলা দেখতে মাঠে এসেছিলেন বেশ কিছু দর্শক। তাঁদের হতাশ হয়েই ফিরতে হল।
🚨 Update from Guwahati 🚨
— BCCI (@BCCI) September 30, 2023
The warm-up match between India and England has been abandoned due to persistent rain. #TeamIndia | #CWC23 | #INDvENG pic.twitter.com/yl7gcJ8ouf
কিউয়ি শিবিরে স্বস্তি
একটা সময় পর্যন্ত ধরেই নেওয়া হয়েছিল যে, বিশ্বকাপে তিনি খেলতে পারবেন না। দশ দল যখন ভারতের মাটিতে ট্রফি যুদ্ধে নামবে, তাঁকে থাকতে হবে মাঠের বাইরে।
এসিএল পেশিতে অস্ত্রোপচার করিয়ে অবশ্য দ্রুত সুস্থ হয়ে উঠেছেন কেন উইলিয়ামসন (Kane Williamson)। অন্তর্ভুক্ত হয়েছেন নিউজ়িল্যান্ডের (New Zealand) বিশ্বকাপের দলেও। ৫ অক্টোবর আমদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অবশ্য তিনি খেলবেন না বলে জানা গিয়েছে। তবু বিশ্বকাপ শুরুর আগে স্বস্তিতে কিউয়ি শিবির।
কেন?
কারণ, হায়দরাবাদে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলেছেন উইলিয়ামসন। শুধু তাই না, করেছেন ঝকঝকে হাফসেঞ্চুরি। দেখে বোঝাই যায়নি যে, ছ'মাস মাঠের বাইরে ছিলেন তিনি।
তিন নম্বরে ব্য়াট করতে নেমেছিলেন উইলিয়ামসন। ৪৯ বলে হরাফসেঞ্চুরি করেন। ৫০ বলে ৫৪ রান করে অবসৃত হন। যেহেতু প্রস্তুতি ম্যাচে সব ব্যাটারদেরই ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়ে দেখে নিতে চাইছে দল।
সোমবার তিরুঅনন্তপুরমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজ়িল্যান্ড। সেই ম্যাচে উইলিয়ামসন ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিং করবেন বলেও খবর। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে তাঁকে সম্ভবত পাওয়া যাবে না।
আরও পড়ুন: মিক্সড ডাবলসে বোপান্না-রুতুজার হাত ধরে এশিয়ান গেমসে টেনিসে প্রথম সোনা ভারতের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন