Kane Williamson: আঙুলের হাড় ভেঙেছে উইলিয়ামসনের, বিশ্বকাপই কি শেষ? পরিবর্ত উড়িয়ে আনছে নিউজ়িল্যান্ড
ODI World Cup 2023: বিশ্বকাপে দুরন্ত ছন্দে দৌড়চ্ছে নিউজ়িল্য়ান্ড (New Zealand Cricket Team)। টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দুইয়ে রয়েছেন কিউয়িরা।
নয়াদিল্লি: বিশ্বকাপে দুরন্ত ছন্দে দৌড়চ্ছে নিউজ়িল্য়ান্ড (New Zealand Cricket Team)। টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দুইয়ে রয়েছেন কিউয়িরা। পয়েন্ট সমান হলেও রান রেটে সামান্য এগিয়ে থাকায় ভারত শীর্ষে। আর বিশ্বকাপের মাঝপর্বে ফের উদ্বেগের মেঘ নিউজ়িল্যান্ড শিবিরে। আশ্চর্যজনক শোনালেও, ফের কেন উইলিয়ামসনকে (Kane Williamson) নিয়ে।
আইপিএলের সময় এসিএল পেশি ছিঁড়েছিল উইলিয়ামসনের। অস্ত্রোপচারের পর সদ্য মাঠে ফিরেছেন। ফের চোট পেলেন। এবং সেটা অদ্ভূতভাবে। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলেননি। চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে রান নেওয়ার সময় প্রতিপক্ষ ফিল্ডারের ছোঁড়া বল তাঁর বৃদ্ধাঙ্গুষ্ঠিতে লাগে।
এক্স রে করে দেখা গিয়েছে, তাঁর হাড় ভেঙেছে। তিনি দলের সঙ্গেই থাকবেন। এই আশায় যে, টুর্নামেন্টের শেষ পর্বে যদি মাঠে নামতে পারেন। পাশাপাশি টম ব্লান্ডেলকে উড়িয়ে আনা হচ্ছে বিকল্প হিসাবে।
ম্যাচে খেলার সময় নিউজিল্য়ান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনেরও ফের চোট লেগেছে। গতকাল টাইগারদের বিরুদ্ধে ৭৮ রানের ইনিংস খেলেছিলেন। প্রায় ৯ মাসের মাথায় আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নেমেই রান পেয়েছিলেন। বাংলাদেশের ২৪৬ রান তাড়া করতে নেমেছিল কিউয়িরা। সেই সময় তাসকিন আহমেদকে মিড-অনে খেলিয়ে উইলিয়ামসন দ্রুত একটি সিঙ্গেল নিতে যান এবং বল থ্রো করার সময় সেটি স্টাম্পে না লেগে উইলিয়ামসনের আঙুলে লেগে যায়। সঙ্গে সঙ্গে টিমের চিকিৎসকরা বেরিয়ে আসেন ও হাতের চারপাশে ব্যান্ডেজ দিয়ে মুড়িয়ে দেন। উইলিয়ামসন মাঠের চিকিৎসার পরে ব্যাটিং চালিয়ে যান কিন্তু কয়েক বল পরেই তিনি মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন।
বিশ্বকাপে (ODI World Cup 2023) এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলে মাত্র ১ টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ (Bangladesh)। গতকাল কিউয়িদের বিরুদ্ধেও হারতে হয়েছে। তবে তার থেকেও খারাপ হল যে শাকিব আল হাসানের (Shakib Al Hasan) চোট। ম্যাচ চলাকালীন চোট পেয়েছেন তারকা অলরাউন্ডার। যার ফলে ম্যাচের শেষে পুরস্কার বিতরণী মঞ্চে কথা বলতে এলেন না শাকিব। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সূত্রের খবর স্ক্যান করা হবে শাকিবের। তারপরই বিশ্বকাপের আগামী ম্যাচগুলোয় শাকিব খেলতে পারবেন কি না জানা যাবে। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে ৪০ রান করার পাশাপাশি ১০ ওভার বলও করেন শাকিব। ১০ ওভারে ৫৪ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। তবে নিউ জ়িল্যান্ডের ইনিংসের শেষ দিকে শাকিবকে মাঠে দেখা যায়নি।
গতকাল ম্যাচের পর বাংলাদেশের সহ অধিনায়ক বলেন, ''শাকিব ভাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁর স্ক্যান করা হবে। তারপরই বোঝা যাবে পুরো বিষয়টি।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন