Sourav Ganguly Exclusive: বিশ্বকাপে তাঁর রেকর্ড ভেঙে নতুন কীর্তি রোহিতের, অভিনন্দনবার্তা জানালেন সৌরভ
Sourav Ganguly On Rohit Sharma: পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ১৪ রানের জন্য তিন অঙ্কে পৌঁছতে পারেননি। তবে একটি কীর্তি এই বিশ্বকাপেই গড়ে ফেলেছেন রোহিত।
সন্দীপ সরকার, কলকাতা: বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। অধিনায়ক হিসাবে প্রথম ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup)। আর সেই টুর্নামেন্টে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন হিটম্যান। নিজে পারফর্ম করে দলের সামনে তৈরি করছেন উদাহরণ। আফগানিস্তানের বিরুদ্ধে বিধ্বংসী সেঞ্চুরি করেছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ১৪ রানের জন্য তিন অঙ্কে পৌঁছতে পারেননি। তবে একটি কীর্তি এই বিশ্বকাপেই গড়ে ফেলেছেন রোহিত। ভেঙে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) কীর্তি।
কী সেই নজির? ওয়ান ডে বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ভারতীয় ক্রিকেটারদের তালিকায় শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। বিশ্বকাপে ৪৪ ইনিংসে ২২৭৮ রান রয়েছে মাস্টার ব্লাস্টারের। সর্বোচ্চ রান ১৫২। তালিকায় তিনে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্বকাপে যাঁর ঝুলিতে ১০০৬ রান রয়েছে। ২০১৯ বিশ্বকাপে সৌরভকে পেরিয়ে গিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। চলতি বিশ্বকাপে সৌরভের রেকর্ড পেরলেন রোহিতও। শনিবার পাকিস্তান ম্যাচে ৮৬ রান করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচ আইপিএল জেতা ক্রিকেটার। সব মিলিয়ে ওয়ান ডে বিশ্বকাপে ১১০৯ রান রোহিতের।
রোহিত তাঁকে বিশ্বকাপের রানসংখ্যায় পেরিয়ে গিয়েছেন, এবিপি লাইভের কাছেই সেই তথ্য পেলেন সৌরভ। যিনি ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে গিয়েছেন আমদাবাদে। রোহিতের কীর্তির কথা শুনে তাঁকে প্রশংসায় ভরিয়েছেন সৌরভ। বলছেন, 'রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই। রোহিতের এটা তৃতীয় বিশ্বকাপ। আমি জানতাম না ও আমার রানসংখ্যা পেরিয়ে গিয়েছে। ওকে অভিনন্দন। বিরাটও কিছুদিন আগে পেরিয়ে গিয়েছে।' সৌরভ যোগ করলেন, 'এই তালিকায় সচিন শীর্ষে। ও ছটি বিশ্বকাপ খেলেছে। তবে রোহিত অনবদ্য ওয়ান ডে ক্রিকেটার।'
রোহিতের ব্যাটিং কেমন দেখছেন? সৌরভের দরাজ সার্টিফিকেট, 'রোহিত শর্মার ব্যাটিং খুব ভাল। বিশ্বকাপে সাতটি সেঞ্চুরি করেছে। যা মুখের কথা নয়। আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছে। আফগান বোলিং কিন্তু যথেষ্ট ভাল। তবে বড় দলের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ভাল খেলতে হবে। পাকিস্তান ম্যাচেও রান করল। অন্য বড় দলের বিরুদ্ধে কেমন খেলে দেখতে মুখিয়ে রয়েছি। আগের বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি করেছে রোহিত। দেখা যাক কী করে এবার।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial