ODI World Cup 2023 : 'রোহিত ভাই তো ব্যাটিংয়েরই সুযোগ দেন না' গিলের গলায় খুনসুটি, অধিনায়কের প্রশংসা
Subhman Gill:বিশ্বকাপের ইতিহাসে চতুর্থবার ফাইনালে স্থান পাকা করার পর সাংবাদিক সম্মেলনে এসেছিলেন শুভমন। ক্র্যাম্পের জেরে শতরান হাঁকানোর সুযোগ ফসকালেও তা নিয়ে কোনও আফশোস দেখা গেল ভারতীয় ওপেনারের কণ্ঠে।
মুম্বই : বিরাট কোহলির (Virat Kohli) বিশ্বরেকর্ড গড়া পঞ্চাশতম ওডিআই শতরান। শ্রেয়স আইয়ারের টানা জোড়া সেঞ্চুরি। আর তারপর মহম্মদ শামির (Mohammed Shami) আগুনে বোলিং। সবমিলিয়ে ৭০ রানের বড় ব্যবধানে কিউয়ি বধ। মুম্বইয়ের ওয়াংখেড়ে ম্যাঞ্চেস্টারের বদলা। ২০১৯ সালে বিশ্বকাপ সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের কাছে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে। মেন ইন ব্লু-র দুরন্ত জয়ের মাঝে ক্রিকেটপ্রেমীদের নজর এড়ায়নি রোহিত শর্মার ঝোড়ো শুরু।
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে খেলার একেবারে শুরু থেকে যাতে ভারত দাপট দেখাতে পারে সেই রাস্তা গড়ে দিয়েছিলেন হিটম্যান। ট্রেন্ট বোল্ট, টিম সাউদির মতো বোলারদের একাধিকবার মাঠের বাইরে ফেলে ভারতীয় অধিনায়ক দলকে এনে দিয়েছিলেন কাঙ্খিত ঝোড়ো শুরু। ব্যক্তিগত রান নিয়ে না ভেবে চালিয়ে খেলে ম্যাচের একেবারে শুরু থেকে প্রতিপক্ষকে চাপে ফেলে দেওয়ার স্ট্র্যাটেজি নিজের কাঁধে তুলে নিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। চলতি বিশ্বকাপের (World Cup 2023) প্রায় সব ম্যাচেই যেমনটা দেখা যাচ্ছে। আর হিটম্যানের যে ব্যাটিং-ধরন দেখে শুভমন গিলের খুনসুটি 'রোহিত ভাইয়ের সঙ্গে নামলে তো ব্যাট করার সুযোগই পাই না।'
বিশ্বকাপের ইতিহাসে চতুর্থবার ফাইনালে স্থান পাকা করার পর সাংবাদিক সম্মেলনে এসেছিলেন শুভমন গিল (Subhman Gill)। ক্র্যাম্পের জেরে শতরান হাঁকানোর সুযোগ ফসকালেও তা নিয়ে কোনও আফশোস দেখা গেল ভারতীয় ওপেনারের কণ্ঠে। বরং দুরন্ত পারফরম্যান্সে ফাইনালে স্থান পাকা করে আত্মবিশ্বাসী তরুণ এই ব্যাটার। পাশাপাশি তাঁর গলায় ঝরে পড়ল অধিনায়ক রোহিত শর্মা প্রসঙ্গে প্রশংসা।
রোহিতের সঙ্গে ওপেনিং পার্টনারশিপ প্রসঙ্গে শুভমন হাসিমুখে বললেন, 'রোহিত ভাইয়ের সঙ্গে ব্যাট করলে খেলার সুযোগ কোথায় পাই। ১০ ওভার দু'জনে খেললে বড়জোর ১৫-২০ বল খেলার সুযোগ পাই। নন স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে ওঁর ব্য়াটিং দেখি। রোহিত ভাই তো নেমে থেকে চার-ছক্কা হাঁকাতে শুরু করে দেন।' সাংবাদিক সম্মেলনের মাঝে তখন হাসির রোল। যারপরই শুভমন জোড়েন, 'রোহিত ভাইয়ের থেকে অনেক কিছু শিখি। ওঁর সবকিছুই উদ্বুদ্ধ করে।'
পাশাপাশি ব্যাটিংয়ের মাঝে ক্র্যাম্পের জেরে মাঠ ছাড়তে বাধ্য হওয়া প্রসঙ্গে শুভমান জানন, 'অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পরে বেশ কিছুটা মাসল খুইয়েছি। ওজন কমেছিল। প্রচণ্ড গরমের মধ্যে তাই ক্র্যাম্প ও হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করছিলাম। এমনটা অনেকদিন হয়নি। সম্ভবত মাসল খুইয়ে ফেলার জেরেই ভুগতে হয়েছিল।'
আরও পড়ুন- 'শামি-ফাইনাল', কিউয়ি-শিকারি ভারতীয় পেসারের বন্দনায় বিশ্ব