PM Modi: 'তোমাদের পাশে আছি', টিম ইন্ডিয়ার প্রশংসায় প্রধানমন্ত্রী
Team India : অস্ট্রেলিয়ার সাফল্যের মধ্যেও 'মেন ইন ব্লু'র লড়াইকে কুর্নিশ জানাচ্ছে সকলেই

আমদাবাদ : স্বপ্নভঙ্গ ভারতের । গোটা টুর্নামেন্ট জুড়ে অপরাজিত থাকলেও, ফাইনালে জয় ছিনিয়ে নিতে পারল না টিম ইন্ডিয়া। ফের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এনিয়ে ষষ্ঠবার। তবে, অস্ট্রেলিয়ার এহেন সাফল্যের মধ্যেও 'মেন ইন ব্লু'র লড়াইকে কুর্নিশ জানাচ্ছে সকলেই। কঠিন এই সময়ে রোহিত-বাহিনীর পাশে থাকার বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
X হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, প্রিয় টিম ইন্ডিয়া, বিশ্বকাপজুড়ে তোমাদের প্রতিভা ও দৃঢ়তা ছিল উল্লেখযোগ্য। বিশাল উৎসাহ নিয়ে তোমরা খেলেছ এবং গোটা দেশ তোমাদের জন্য গর্বিত। আজ এবং সর্বদা আমরা তোমাদের পাশে আছি।
Prime Minister Narendra Modi tweets, "Dear Team India, Your talent and determination through the World Cup was noteworthy. You've played with great spirit and brought immense pride to the nation. We stand with you today and always." pic.twitter.com/2Y2ngNyZ5w
— ANI (@ANI) November 19, 2023
আবার ফিরে এল ২০০৩-এর সেই রাত। ফের ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) ফাইনাল অস্ট্রেলিয়ার কাছে হারতে হল ভারতকে। যদিও এমনটা খুব স্বাভাবিকভাবেই কারও কল্পনাতেই ছিল না। আশা ছিল, অস্ট্রেলিয়াকে হারিয়ে ২০ বছর আগের ক্ষতে মলম দিয়ে মধুরেণ সমাপয়েত করবে রোহিত শর্মার দলবল। কারণ, যেরকম ছন্দে রয়েছে ভারতীয় দল। গোটা টুর্নামেন্টে অপরাজিত ছিল। অপ্রতিরোধ্য। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে। আর এই অস্ট্রেলিয়াকে তো গ্রুপ পর্বে দাপটের সঙ্গে হারিয়েছে ভারত। কিন্তু, হল না স্বপ্নপূরণ।
অস্ট্রেলিয়ার জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিলেন ট্র্যাভিস হেড। রবিবার ফাইনাল ছিল চলতি বিশ্বকাপে তাঁর ষষ্ঠ ম্যাচ। চোটের জন্য বাকি পাঁচ ম্যাচে খেলেননি। ফাইনালে নামলেন। প্রথমার্ধে গ্লেন ম্যাক্সওয়েলের বলে পিছনের দিকে দৌড়ে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় শরীর ছুড়ে রোহিত শর্মার ক্যাচ তালুবন্দি করলেন। রণমূর্তি ধরা রোহিত (৩১ বলে ৪৭ রান) আর আধ ঘণ্টা ক্রিজে থাকলে ম্যাচটি একপেশে হয়ে যেতে পারত। কিন্তু, কোটি কোটি ভারতীয়র স্বপ্নভঙ্গ করলেন হেড। পরে সেই হেড ব্যাট হাতে ভারতীয় বোলিংকে দুরমুশ করলেন। চতুর্থ উইকেটে মার্নাস লাবুশেনের সঙ্গে ১৯২ রান যোগ করে ভারতের ম্যাচে ফেরার রাস্তা বন্ধ করে দিলেন হেড। ইনিংস ওপেন করতে নেমে বিধ্বংসী সেঞ্চুরি করলেন। ১২০ বলে ১৩৭ রান করে মহম্মদ সিরাজের বলে বাউন্ডারি লাইনে যখন ধরা পড়লেন, ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার ৪৩ বলে চাই ২ রান। কার্যত একা হাতে অস্ট্রেলিয়াকে ষষ্ঠবার বিশ্বকাপ জেতালেন হেড। অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলে ভারতের যন্ত্রণা বাড়ালেন লাবুশেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
