Mamata On Kohli: কলকাতায় জন্মদিন কাটাচ্ছেন কোহলি, আপ্লুত মমতা, জানালেন শুভেচ্ছা
Ind vs SA ODI World Cup: কলকাতায় যে কোহলি তাঁর জন্মদিন কাটাচ্ছেন, তা নিয়ে উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Happy that the legendary Indian batsman Virat Kohli is there in Kolkata on his birthday to play a historic match for our country!!
— Mamata Banerjee (@MamataOfficial) November 4, 2023
A very happy birthday to Virat @imVkohli !!
Wish him and his family all happiness and success!! pic.twitter.com/Ko62u5TX8A
রবিবার সাতসকালে রেড রোডে পৌঁছেই হতবাক হতে হল। রাস্তার ধারে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছেন বিরাট কোহলি। ভুল লেখা হল। বিরাট কোহলিরা!
প্রত্যেকের মাথার ওপরই তুলে ধরা ব্য়াট। কারও মুখে প্রশান্তি। কারও অভিব্যক্তিতে আগ্রাসন। কেউ আবার গলার শির ফুলিয়ে হুঙ্কার দিচ্ছেন।
ঘোর কাটল, যখন বোঝা গেল, প্রায় বিরাটের (Virat Kohli) সাইজের সার দিয়ে দাঁড়ানো চেহারাগুলি কাট আউট। প্লাইউড দিয়ে তৈরি। আসল বিরাট নন। রবিবার ৩৫ পূর্ণ করছেন কিংগ কোহলি। এদিনই আবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ভারত-দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) মহারণ। তার আগে বিরাট-বরণে প্রস্তুত শহর। কোহলি ভক্তরা রেড রোডে এক অভিনব আয়োজন করেছেন। যেখানে রাস্তার ধারে সার দিয়ে দাঁড় করানো হয়েছে কোহলির ৪৮টি কাট আউট। ওয়ান ডে-তে ৪৮ সেঞ্চুরির প্রতীক হিসাবে। প্রত্যেকটি কাট আউটের নীচে লেখা 'সেঞ্চুরি ১', 'সেঞ্চুরি ২', 'সেঞ্চুরি ৩'... ইত্যাদি। সেই সঙ্গে লেখা প্রার্থনা। ইডেনেই যেন ইতিহাস স্পর্শ করেন প্রিয় নায়ক। ৪৯তম ওয়ান ডে সেঞ্চরি যেন হয় ক্রিকেটের নন্দন কাননেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। যে দলের বোলিং আক্রমণে রয়েছেন কাগিসো রাবাডা, মার্কো জানসেনের মতো রথী-মহারথীরা। বিরাট ভক্তরা চান, বিশ্বের অন্যতম সেরা বোলিং আক্রমণ ছারখার হোক ব্যাটের শাসনে।
আর ৪৯তম সেঞ্চুরি করে সচিন তেন্ডুলকরের কীর্তি স্পর্শ করুন কোহলি। মাস্টার ব্লাস্টারকেই যে আদর্শ মানেন চেজ়মাস্টার।
আরও পড়ুন: ODI World Cup Exclusive: দু'পা দৌড়ে অভিনব প্রস্তুতি, কীভাবে ব্যাটারদের আতঙ্ক হয়ে উঠলেন শামি?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন