ODI World Cup: এবিপি লাইভের খবরে অনুমোদন, বিশ্বকাপ আয়োজনে বড় দায়িত্বে সৌরভ, সঙ্গী অভিষেক
Eden Gardens: বুধবার সিএবি-র অ্যাপেক্স কমিটির বৈঠক ছিল। সেখানে ঠিক হয়েছে, ১২ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গড়া হবে। ইডেনে বিশ্বকাপের পাঁচ ম্যাচ যাতে সুষ্ঠুভাবে আয়োজিত হয়, তা দেখবেন কমিটির সদস্যরা।
কলকাতা: তাঁরা দুজনই সিএবি-র প্রাক্তন প্রেসিডেন্ট। তবে বিশ্বকাপের আয়োজন পর্বে তাঁদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে তৎপর বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা। ইডেনে বিশ্বকাপ আয়োজনের জন্য বড় দায়িত্ব পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সঙ্গী অভিষেক ডালমিয়াও (Abhishek Dalmiya)। সিএবি-র বিশ্বকাপ আয়োজক কমিটিতে রাখা হল দুজনকেই।
বুধবার সিএবি-র অ্যাপেক্স কমিটির বৈঠক ছিল। সেখানে ঠিক হয়েছে, ১২ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গড়া হবে। ইডেনে বিশ্বকাপের পাঁচ ম্যাচ যাতে সুষ্ঠুভাবে আয়োজিত হয়, তা দেখবেন কমিটির সদস্যরা। সিএবি থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়নি। তবে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ১২ সদস্য রয়েছে কমিটিতে। সেই কমিটিতে রাখা হয়েছে সৌরভ ও অভিষেককে। সঙ্গে থাকবেন সিএবি-র বর্ষীয়ান কয়েকজন ক্রিকেট কর্তা। যাঁরা আগে কোনও না কোনও সময়ে ক্রিকেট প্রশাসনে ছিলেন।
বিশ্বকাপে সৌরভের জন্য যে বিশেষ দায়িত্ব ভেবেছেন, সে খবর এবিপি লাইভকেই প্রথম জানিয়েছিলেন স্নেহাশিস। গত ২৭ জুন সেই খবর একমাত্র প্রকাশিত হয়েছিল এবিপি লাইভে। স্নেহাশিস বলেছিলেন, 'বিশ্বকাপের আয়োজক কমিটি তৈরি করা হবে। সিএবি সংবিধানে হয়তো এইরকম কমিটির উল্লেখ নেই। কিন্তু দায়িত্ব ভাগাভাগি করে পালন করতে হবে। আয়োজক কমিটিতে মহারাজকে রাখার ভাবনা রয়েছে। ওর অভিজ্ঞতা কাজে লাগাতে চাই আমরা। খুব শীঘ্রই অ্যাপেক্স কমিটির বৈঠক ডাকব। সেখানেই সব চূড়ান্ত করে ফেলা হবে।'
২৭ জুন প্রকাশিত সেই খবর: ABP Exclusive: উদ্যোগী দাদা স্নেহাশিস, বিশ্বকাপে বড় দায়িত্ব পেতে পারেন সৌরভ
আনন্দের দিনে সিএবি-র প্রাক্তন প্রেসিডেন্ট তথা আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়ার কথাও শোনা গিয়েছিল স্নেহাশিসের মুখে। বলেছিলেন, 'অভিষেক ও আমি মিলে ২০২২ সাল থেকে ইডেনকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছিলাম। বিশ্বকাপের বড় ম্যাচ আয়োজনের দায়িত্ব পেতে যে ঝাঁপাব, আর আমাদের অস্ত্র হবে ঐতিহ্য ও আধুনিক পরিকাঠামো, আগেই ঠিক করে রেখেছিলাম। সেই মতোই এগিয়েছি।'
আপাতত ক্রিকেট প্রশাসনে নেই সৌরভ। কুলিং অফ পিরিয়ড চলছে তাঁর। কিন্তু প্রবাদপ্রতিম আন্তর্জাতিক ক্রিকেটার ও প্রাক্তন প্রশাসকের মগজাস্ত্রকে কাজে লাগাতে তৎপর স্নেহাশিস। সৌরভ ও অভিষেকের জন্য বিশেষ দায়িত্ব ভেবেছেন তিনি।
বিশ্বকাপে একটি সেমিফাইনাল-সহ মোট পাঁচটি ম্যাচ পেয়েছে ইডেন। আপাতত জোর কদমে চলছে স্টেডিয়াম সংস্কারের কাজ। আইসিসি ও বোর্ডের প্রতিনিধিদল এক দফা ইডেন পরিদর্শন করে গিয়েছেন। সেপ্টেম্বরের শুরুর দিকে আরও একবার আসবেন তাঁরা। বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। এবার শুধু টুর্নামেন্ট শুরুর অপেক্ষা।
আরও পড়ুন: সময়মতো হয়নি নির্বাচন, নির্বাসিত হল ভারতীয় কুস্তি সংস্থা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন