Rahul Dravid: রোহিত-কোহলিদের কোচ হিসাবে থাকছেন দ্রাবিড়? নাকি বিশ্বকাপের পর দায়িত্বে নতুন মুখ?
ODI World Cup: বিশ্বকাপের (ODI World Cup) পর কোচ দ্রাবিড়ের ভবিষ্যৎ কী? তিনিই কি রোহিত শর্মাদের কোচ হিসাবে থেকে যাবেন? নাকি নতুন কাউকে দেওয়া হবে দায়িত্ব?
মুম্বই: এক সময় তিনি সিনয়র দলের কোচ হতে খুব একটা আগ্রহী ছিলেন না। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বা ভারতের অনূর্ধ্ব ১৯ দলের প্রশিক্ষক হিসাবেই কাজ করতে চেয়েছিলেন। চেয়েছিলেন ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎখ প্রজন্মকে তৈরি করতে। কিন্তু বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের জোরাজুরিতে ভারতীয় দলের কোচ হতে রাজি হন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।
বিশ্বকাপের (ODI World Cup) পর কোচ দ্রাবিড়ের ভবিষ্যৎ কী? তিনিই কি রোহিত শর্মাদের কোচ হিসাবে থেকে যাবেন? নাকি নতুন কাউকে দেওয়া হবে দায়িত্ব?
নিউজ়িল্যান্ডকে ৭০ রানে গুঁড়িয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। ১২ বছর পর দেশের মাটিতে কাপ জয়ের স্বপ্ন দেখা শুরু হয়ে গিয়েছে। আর সেই সঙ্গে আলোচনা শুরু হয়েছে দ্রাবিড়ের ভবিষ্যৎ নিয়ে। নাকি আলোচনা আদৌ শুরুই হয়নি!
শোনা যাচ্ছে, ভারতীয় দলের হেড কোচ হিসাবে দ্রাবিড়ের ভবিষ্যৎ কী, তা নিয়ে এখনও আলোচনা শুরুই করেনি ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। শুধু দ্রাবিড় নন, ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, বোলিং কোচ পারস মামব্রে ও ফিল্ডিং কোচ টি দিলীপ, বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল গোটা সাপোর্ট স্টাফ টিমের। ১৯ নভেম্বর সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। যেদিন আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারত। ভারত যদি বুধবার নিউজ়িল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিত, তাহলে দ্রাবিড়দের চুক্তির মেয়াদ শেষ হয়ে যেত এদিনই।
একটা সময় পর্যন্ত দ্রাবিড়ের কোচিং পদ্ধতি নিয়ে বোর্ডের সকলে খুব খুশি ছিলেন বলে খবর নেই। বরং প্রশ্ন উঠছিল। কোচ দ্রাবিড়ের হাত ধরে কোনও বড় ট্রফি না জেতায় দলের খেলা নিয়ে সমালোচনাও হয়েছে। তবে ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স সব সমালোচনা থামিয়ে দিয়েছে। কোচ দ্রাবিড়ের প্রশিক্ষণে এশিয়া কাপ জিতেছে ভারত। বিশ্বকাপেও ট্রফির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। তারপর থেকে দ্রাবিড় ও তাঁর সাপোর্ট স্টাফদের নিয়ে বোর্ডের ধারণা বদলেছে বলেই খবর।
শোনা যাচ্ছে, দ্রাবিড়ের সঙ্গে নতুন করে চুক্তি করা হতে পারে। তবে সবটাই নির্ভর করছে দ্রাবিড় নিজে কী চান তার ওপর। একটা সময় জাতীয় দলের সারা বছর এত খেলা আর এক শহর থেকে আর এক শহর, এক দেশ থেকে আরেক দেশে ঘোরাঘুরির জন্য জাতীয় দলের কোচ হতে চাননি দ্রাবিড়। তিনি নিজের মতামত বদলে পরে কোচ হন। এবার তিনি চুক্তির মেয়াদ বাড়াতে চান কি না, তার ওপরও অনেক কিছু নির্ভর করে রয়েছে।
সূত্রের খবর, এর মধ্যে দ্রাবিড়ের সঙ্গে জাতীয় দলের কোচ হিসাবে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়নি বোর্ডের তরফে। আপাতত বিশ্বকাপেই মনোনিবেশ করেছেন মিস্টার ডিপেন্ডেবল। সূত্রের দাবি, দ্রাবিড় কোচ হিসাবে না থাকতে চাইলেও তাঁর সাপোর্ট স্টাফদের চুক্তি নবীকরণ করা হতে পারে।
বিশ্বকাপের পরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। শোনা যাচ্ছে, সেই সিরিজে জাতীয় দলের অস্থায়ী কোচ থাকবেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভি ভি এস লক্ষ্মণ।
আরও পড়ুন: প্রিয়তম মানুষ আর নায়কের সামনে কীর্তি, অবাস্তব লাগছে, বলছেন কোহলি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন