Kohli Century: প্রিয়তম মানুষ আর নায়কের সামনে কীর্তি, অবাস্তব লাগছে, বলছেন কোহলি
IND vs NZ: বিরাট কোহলি। ইডেনে (Eden Gardens) ওয়ান ডে ক্রিকেটে ৪৯তম সেঞ্চুরি করে স্পর্শ করেছিলেন সচিন তেন্ডুলকরের কীর্তি। ওয়াংখেড়েতে ছাপিয়ে গেলেন কিংবদন্তিকে।
মুম্বই: সচিন-গড়ে সচিনের কীর্তিই ভেঙে দিয়েছেন তিনি। আর তারপর কুর্নিশ জানিয়েছেন মাস্টার ব্লাস্টারকে।
বিরাট কোহলি। ইডেনে (Eden Gardens) ওয়ান ডে ক্রিকেটে ৪৯তম সেঞ্চুরি করে স্পর্শ করেছিলেন সচিন তেন্ডুলকরের কীর্তি। ওয়াংখেড়েতে ছাপিয়ে গেলেন কিংবদন্তিকে। সেঞ্চুরির হাফসেঞ্চুরি করলেন কোহলি। তারপর ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে বললেন, 'মহান ব্যক্তি (সচিন) আমাকে অভিনন্দন জানিয়েছে। মনে হচ্ছে স্বপ্ন দেখছি। আমার কাছে অবিশ্বাস্য লাগছে। আজ বড় ম্যাচ ছিল। গোটা টুর্নামেন্টে যেভাবে খেলে এসেছি, সেই দায়িত্বই পালন করতে হয়েছে। যাতে করে দলের বাকিরা স্বাধীনভাবে খেলতে পারে। সব কিছু ভাল হয়েছে বলে খুশি।'
কীভাবে এই ধারাবাহিকতা দেখাচ্ছেন? কোহলি বলছেন, 'দলকে জেতানোটাই সবচেয়ে জরুরি। আর সেটার জন্য যা প্রয়োজন, করতে তৈরি আমি। সেটা সিঙ্গল বা ডাবল রানের জন্য দৌড়নো হোক বা বাউন্ডারি মারা। দল যা চায় আমার কাছে। আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। সেটাই নিজের দক্ষতা অনুযায়ী পালনের চেষ্টা করছি। ক্রিজে যতটা সম্ভব সময় কাটানোর চেষ্টা করেছি।'
সেঞ্চুরির পর দর্শকাসনে বসে থাকা সচিনকে কুর্নিশ করেন কোহলি। চুম্বন ছুড়ে দেন স্ত্রী অনুষ্কা শর্মাকে। কোহলি বলছেন, 'স্বপ্নের মতো মনে হচ্ছিল। অনুষ্কা বসেছিল। সচিন পাজি ছিল। ব্যাখ্যা করে বোঝানো কঠিন। আমাকে যদি কেউ নিখুঁত একটা ছবি আঁকতে বলে, এটাই সেই ছবি। আমার জীবনসঙ্গী, যাকে সবচেয়ে বেশি ভালবাসি, সে বসে আছে। আমার নায়ক বসে রয়েছে। আরক তাদের সামনে ওয়ান ডে-তে পঞ্চাশতম সেঞ্চুরি করলাম। ঐতিহাসিক ওয়াংখেড়েতে।'
তাঁকে বরাবরই আদর্শ মানেন বিরাট কোহলি (Virat Kohli)। তাঁকে দেখেই তো এক সময় গেয়ে উঠেছিলেন, তুঝ মে রব দিখতা হ্যায়... আর ক্রিকেট ঈশ্বর গুরুদক্ষিণা দেওয়ার জন্য কোহলিকে দিলেন এমন এক মঞ্চ, যেখানকার বাইশ গজে খেলেই ক্রিকেট মহাকাশে সচিন তেন্ডুলকরের মতো এক নক্ষত্রের আবির্ভাব। মুম্বইয়ের ওয়াংখেড়ে। সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ঘরের মাঠ। যেখানে নিউজ়িল্যান্ড (IND vs NZ) বোলারদের শাসন করে সেঞ্চুরি করলেন কোহলি। ওয়ান ডে ক্রিকেটে সেঞ্চুরির হাফসেঞ্চুরি। ভেঙে দিলেন সচিনের রেকর্ড। ওয়ান ডে ক্রিকেটে ৪৯টি সেঞ্চুরি ছিল মাস্টার ব্লাস্টারের। কিংগ কোহলি ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করে স্পর্শ করেছিলেন সচিনের কীর্তি। বুধবার সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক তৈরি করে দিলেন।
এবং সেঞ্চুরির পর গুরুদক্ষিণায় কোনও কার্পণ্য করলেন না কোহলি। মাঠে দাঁড়িয়ে কুর্নিশ শুরু করলেন। পাশে খুলে রাখা হেলমেট। ব্য়াট। গ্লাভস। মাথা ঝুঁকিয়ে কুর্নিশ করতে শুরু করলেন কোহলি। টিভি ক্যামেরা সঙ্গে সঙ্গে ধরল সচিনকে। দর্শকাসনে আর বসে থাকতে পারেননি মাস্টার। দাঁড়িয়ে উঠে হাততালি দিতে শুরু করলেন।
আরও পড়ুন: ABP Exclusive: আত্মহননের কথা ভেবেছিলেন, কপিল-মন্ত্রে সেই কুলদীপই এখন বিপক্ষের ত্রাস
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন