(Source: ECI/ABP News/ABP Majha)
ODI World Cup: বিশ্বের যে কোনও দেশে প্রথম একাদশে সুযোগ পেত, ভারতীয় দলে চাহালকে না দেখে অবাক ভাজ্জি
Harbhajan Singh: বাঁহাতি পেসার অর্শদীপ সিংহকে না দেখেও অবাক ভাজ্জি।
নয়াদিল্লি: বাইশ গজে ভারত-পাকিস্তান (India vs Pakistan) লড়াই মানেই রোমাঞ্চ। উন্মাদনার পারদ তুঙ্গে থাকা। এশিয়া কাপে (Asia Cup) দুই দলের প্রথম সাক্ষাৎ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। সামনে সুপার ফোরের ম্যাচ। এশিয়া কাপের পরই ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup)। সেখানে ১৪ অক্টোবর ভারত-পাক মহারণ। বিশ্বকাপের দলে কাদের রাখলে ভাল হতো, ভারত-পাক দ্বৈরথে কারা এগিয়ে, স্টার স্পোর্টসের দ্য গ্রেটেস্ট রাইভালরি শীর্ষক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে খোলামেলা জানালেন হরভজন সিংহ (Harbhajan Singh)। অন্যদিকে পাক দলের শক্তি-দুর্বলতার চুলচেরা বিশ্লেষণ করলেন প্রাক্তন ফাস্টবোলার শোয়েব আখতার (Shoaib Akhtar)।
বিশ্বকাপের ভারতীয় দলে একজনের অনুপস্থিতি বেশ অবাক করেছে হরভজনকে। তিনি, লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। ভারতের বিশ্বকাপের ১৫ সদস্যের দলে রাখা হয়েছে তিন স্পিনার। তিনজনই বাঁহাতি স্পিনার। রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব ও অক্ষর পটেল। বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলের অনুষ্ঠানে হরভজন বলেছেন, 'কুলদীপ যাদব বিশ্বের যে কোনও দলে প্রথম এগারোয় থাকার যোগ্য।'
বাঁহাতি পেসার অর্শদীপ সিংহকে না দেখেও অবাক ভাজ্জি। বলেছেন, 'অর্শদীপের বল এমনিতেই কোনাকুনি আসে। বল ভেতরের দিকে আনতে পারে। তাতে এমনিতেই উইকেট নেওয়ার সুযোগ বাড়ে। ও এবং চাহাল ম্যাচ উইনার।'
মিচেল স্টার্কের উদাহরণ তুলে ধরেছেন হরভজন। বলেছেন, “আপনারা শাহিন আফ্রিদি বা মিচেল স্টার্ককে দেখুন। ম্যাচে কতটা প্রভাব ফেলে ওরা। অস্ট্রেলিয়া যে বার বিশ্বকাপ জিতল সে বার প্রতিটা ম্যাচে ব্যাপক প্রভাব ফেলেছিল স্টার্ক। ব্রেন্ডন ম্যাকালামকে প্রথম বলে আউট করেছিল। ওই গতিতে যদি বল ভেতরে ঢুকে আসে তা হলে ডান হাতিদের ক্ষেত্রে কতটা অসুবিধা হবে ভাবুন।”
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাঁর জায়গা হয়নি। এরপর ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকলেও, তাঁকে কোনও ম্যাচেই চাহালকে খেলাননি রোহিত শর্মা। আর এবার তাঁকে বিশ্বকাপের দল থেকেই বাদ দেওয়া হল। চাহালের কেরিয়ার থেকে তিনটি বিশ্বকাপ বাদ চলে গেল!
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ওপেনে আলাকারাজ়ের ম্যাচ দেখতে দর্শকাসনে হাজির ধোনি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন