Vijender Singh: অলিম্পিক্স পদকজয়ীর মুকুটে নতুন পালক, এশিয়ান বক্সিং কাউন্সিলের সদস্যপদ পেলেন বিজেন্দ্র
Vijender Singh Updates: বিজেন্দ্র এর আগে ২০০৮ বেজিং অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন। এমনকী এশিয়ান গেমস ও কমনওয়েলথ গমসে অনেক গুলো পদক জিতেছিলেন।

নয়াদিল্লি: এশিয়ান বক্সিং কাউন্সিলের সদস্যপদ পেলেন বিজেন্দ্র সিংহ। দেশের হয়ে অলিম্পিক্সে বক্সিং থেকে প্রথম পদক জিতেছিলেন বিজেন্দ্র। নতুন সম্মানে সম্মানিত হওয়ার পর বিজেন্দ্র বলছেন, ''আমি সত্যিই ভীষণ অভিভূত এই সম্মানে সম্মানিত হয়ে। এশিয়ান বক্সিং কাউন্সিলের সদস্য হতে পেরে আমি গর্বিত। আমি বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রতি কৃতজ্ঞ। এই নতুন দায়িত্ব পেয়ে আমি আরও গর্বিত।''
বিজেন্দ্র আরও বলেন, ''নতুন দায়িত্ব পালন করতে পারব বলেই আমি আশাবাদী। নিজের অভিজ্ঞতাকে পুরো কাজে লাগিয়ে আমি সেরাটা দিতে পারি। বেজিংয়ে যেভাবে ইতিহাস গড়তে পেরেছিলাম আমরা। ঠিক সেভাবেই আমি এশিয়ান বক্সিংয়ের উন্নতিতে নিজেকে নিয়োগ করতে চাই। এমনকী ভবিষ্যতে আরও ভাল ভাল বক্সার তুলে আনতে চাই।'' বিজেন্দ্র এর আগে ২০০৮ বেজিং অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন। এমনকী এশিয়ান গেমস ও কমনওয়েলথ গমসে অনেক গুলো পদক জিতেছিলেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আদৌ খেলতে পারবে বাংলাদেশ?
ICC-এর দুই আধিকারিকের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলার জন্য ঢাকা যাওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশ এতেও বাধা সৃষ্টি করেছে। তারা ICC-এর একজন আধিকারিককে ভিসা দেয়নি, যিনি ভারতীয় বংশোদ্ভূত ছিলেন। বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, আইসিসি অ্যান্টি করাপশন ইউনিট এবং নিরাপত্তা প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ একাই ঢাকা পৌঁছেছেন। যদিও তাঁর সঙ্গে আরও একজন আধিকারিকের যাওয়ার কথা ছিল, কিন্তু ভারতীয় বংশোদ্ভূত সেই আধিকারিককে ভিসা দিতে বাংলাদেশ দেরি করে। মিটিং আগে থেকেই ঠিক ছিল, তাই শুধুমাত্র অ্যান্ড্রুই ঢাকা গিয়েছেন। জানা গিয়েছে, ওই কর্তার নাম গৌরব সাক্সেনা। আইসিসির ইভেন্টস অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার ভারতের গৌরব সাক্সেনা। নির্ধারিত সময়ে ভিসা না পাওয়ায় যিনি সশরীরে বৈঠকে যোগ দিতে পারেননি।
ইনদওরে বিরাটের রেকর্ড কেমন?
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্য়াচে আজ রবিবার মুখোমুখি হবে ভারত-নিউজিল্য়ান্ড। ম্যাচে নিঃসন্দেহে নজরে থাকবে বিরাট কোহলির ওপরে। এখনও পর্যন্ত বিরাট কােহলি তাঁর আন্তর্জাতিক ওয়ান ডে ফর্ম্য়াটে চার ইনিংসে মাত্র ৯৯ রান করেছেন। মাত্র ৩৩ গড়ে ব্যাটিং করেছেন কোহলি। এখনও পর্যন্ত এই ভেনুতে বিরাটের ব্যক্তিগত সর্বোচ্চ রান ৩৬। অর্থাৎ এখনও পর্যন্ত একটি অর্ধশতরানের ইনিংসও খেলতে পারেননি কিং কোহলি। ওয়ান ডে সিরিজের র টি-টোয়েন্টি সিরিজের পাঁচটি ম্য়াচে খেলতে নামবে ভারত ও নিউজিল্য়ান্ড।






















