(Source: ECI/ABP News/ABP Majha)
Tokyo Olympics Update: মেড ইন ইন্ডিয়ার উড়ান, টোকিও অলিম্পিকের একাধিক ইভেন্টে ভারতীয় সরঞ্জাম
ক্রীড়া গভর্নিং বডি ওয়ার্ল্ড অ্যাথলেটিকস যে ছটি সংস্থাকে শট পুট, ডিসকাস ও হ্যামার থ্রো ইভেন্টের সরঞ্জামের জন্য তালিকাভুক্ত করেছে, তার মধ্যে তিনটি সংস্থা ভারতের।
নয়া দিল্লি : অ্যাথলিটে সুপারপাওয়ার হয়ে উঠতে এখনও অনেকটা পথ চলার বাকি। কিন্তু, দেশের বিভিন্ন সংস্থার তৈরি সরঞ্জাম টোকিও অলিম্পিক্সের বিভিন্ন ইভেন্টে জ্বল জ্বল করবে।
ক্রীড়া গভর্নিং বডি ওয়ার্ল্ড অ্যাথলেটিকস যে ছটি সংস্থাকে শট পুট, ডিসকাস ও হ্যামার থ্রো ইভেন্টের সরঞ্জামের জন্য তালিকাভুক্ত করেছে, তার মধ্যে আনন্দ ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইকুইপমেন্ট, ভাল্লা ইন্টারন্যাশনাল ও নেলকো- এই তিনটি সংস্থা ভারতের।
এই তিনটি সংস্থা আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে চলা অলিম্পিক গেমসের ইভেন্ট শট পুট(৭.২৬ কেজি), ডিসকাস(২ কেজি) ও হ্যামার(৭.২৬ কেজি)-এর সরঞ্জাম সরবরাহ দিচ্ছে। এইসব সরঞ্জাম প্রতিযোগিতার স্থানের র্যাকে প্রতিযোগীদের জন্য রাখা হয়েছে।
ATE-র তরফে আদর্শ আনন্দ সংবাদ সংস্থা PTI-কে জানিয়েছেন, "আমরা শট পুট, ডিসকাস ও হ্যামার থ্রো-প্রতিটির ক্ষেত্রে ছটি করে উপকরণের জোগান দিচ্ছি। টোকিও অলিম্পিক্সে মহিলা ও পুরুষদের ইভেন্টের জন্য ৩৬টি সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে।"
তিনি আরও যোগ করেন, "১৯৯২-এর বার্সেলোনা অলিম্পিক গেমস থেকে এখনও পর্যন্ত আমাদের উপকরণ ব্যবহার হয়ে আসছে। ১৯৯১ সালে টোকিওয় বিশ্ব চ্যাম্পিয়নশিপের মাধ্যমে আমাদের যাত্রা শুরু হয়েছিল।" প্রসঙ্গত, এই সংস্থার রেজিস্টার্ড অফিস আছে মেরঠে। এছাড়া নয়া দিল্লিতে রয়েছে কারখানা।
অন্যদিকে ভাল্লা ইন্টারন্যাশনালও ৩৬টি উপকরণের জোগান দিচ্ছে। এর মধ্যে মহিলা ও পুরুষ বিভাগের শট পুট, ডিসকাস ও হ্যামার থ্রো-র প্রত্যোকটির জন্য ছটি করে। কোম্পানির তরফে আশুতোষ ভাল্লা বলেন, ২০১৬-র রিও অলিম্পিক্সে উচ্চমানের প্রোডাক্টের জন্য আমাদের ব্র্যান্ড পুরস্কৃত হয়েছে। অলিম্পিক গেমসে উপস্থিতি দেশের এবং আমাদের সংস্থার জন্য খুবই গর্বের বিষয়।
টোকিও অলিম্পিক্সে যোগদানকারী তিন ভারতীয় দেশে তৈরি ব্র্য়ান্ড ব্যবহার করবেন। আনন্দ বলেন, তজিন্দর সিং তুর ও কমলপ্রীত কৌর আমাদের তৈরি শট পুট ও ডিসকাস ব্যবহার করবেন। এছাড়া অন্য দেশের প্রতিযোগীরাও আমাদের সরঞ্জাম ব্যবহার করবেন বলে আশা করছি। তিনি যোগ করেন, বছরের পর বছর ধরে ইউরোপ ও আমেরিকার ৪০টির বেশি দেশের অ্যাথলিট বিশ্বের বিভিন্ন প্রান্তে উচ্চস্তরের প্রতিযোগিতার জন্য আমাদের সামগ্রী ব্যবহার করছেন।