(Source: ECI/ABP News/ABP Majha)
Paris Olympics 2024: প্যারিসে মানুর হাত ধরে প্রথম পদক জয়ের সুযোগ, কখন, কোথায় দেখবেন ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনাল?
Manu Bhaker: ফাইনালে ওঠার পথে যোগ্যতা অর্জন পর্বে মানু স্কোর করেছিলেন ৫৮০।
প্যারিস: টোকিওতে যান্ত্রিক গোলযোগের শিকার হয়েছিলেন। ভেঙে চুরমার হয়ে গিয়েছিল তাঁর পদক জয়ের স্বপ্ন। তবে এবার প্যারিসে (Paris Olympics 2024) তেমনটা হয়নি। ভারতকে এবারের অলিম্পিক্সে প্রথম পদক জয়ের স্বপ্নও দেখাচ্ছেন তিনি। তিনি মানু ভাকের (Manu Bhaker)।
শনিবার, ১০ মিটার এয়ার পিস্তলের যোগ্যতা অর্জন পর্বে দুরন্ত পারফর্ম করেন ভারতীয় শ্যুটার। যোগ্যতা অর্জন করে নেন ফাইনালে নামবার। এদিন ছয়টি সিরিজে মানু ৯৭, ৯৭, ৯৮, ৯৬, ৯৬ ও ৯৬ স্কোর করেন। ২৭ বার বুলস আই মারেন ভারতের ভারতীয় তরুণী। এর জেরেই তিনে জায়গা পেয়ে যান মানু। সাধারণত যেদিন যোগ্যতা অর্জন করার পর্ব আয়োজিত হয়, সেইদিনই পদকের ম্যাচও হয়। কিন্তু এক্ষেত্রে একদিন পর, রবিবার, ২৮ জুলাই সেই ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে। মানুসহ আটজন এই ফাইনালে অংশগ্রহণ করবেন এবং প্রথম তিনজন নিয়ম অনুযায়ী পাবেন পদক।
🚨 Shooting - @realmanubhaker qualifies for the final after finishing 3rd in Qualification in the 10m Air Rifle Women’s event. Earlier in the day, @Sarabjotsingh30 got agonisingly close to qualification as he finished 9th, edging out on fewer inner 10s. #JeetKiAur #Cheer4Bharat
— Team India (@WeAreTeamIndia) July 27, 2024
ক'টা থেকে শুরু হবে ফাইনাল?
মানু ভাকের ফাইনাল রাউন্ডে দুপুর ৩.৩০টের সময় নামতে চলেছেন।
কোথায় দেখবেন খেলা?
স্পোর্টস ১৮-১, স্পোর্টস ১৮-১ এইচডি, স্পোর্টস ১৮-২ এবং স্পোর্টস ১৮-৩ চ্যানেলে ফাইনালের সরাসরি সম্প্রচার হবে।
অনলাইনে কী ভাবে দেখা যাবে অলিম্পিক্স ২০২৪?
যারা টেলিভিশনে দেখতে পারবেন না, তাঁদের হতাশ হওয়ার কোনও কারণ নেই। অনলাইনে জিও সিনেমা অ্যাপের মাধ্যমে ভারতীয় ক্রীড়াপ্রেমীরা এই ফাইনালের মজা উপভোগ করতে পারবেন।
ফাইনালে ওঠার পথে যোগ্যতা অর্জন পর্বে মানু স্কোর করেছিলেন ৫৮০। তৃতীয় স্থানে শেষ করেন তিনি। সাম্প্রতিক সময়ে বছর ২২-র শ্যুটার যেমন পারফর্ম করেছেন, যে ধারাবাহিকতা দেখিয়েছেন এবং সর্বোপরি যোগ্যতা অর্জন পর্বে মাথা ঠান্ডা রেখে যেভাবে নিজের সেরাটা দিয়েছেন, তাতে কিন্তু ভারতবাসীর আশার যথেষ্ট জায়গা রয়েছে। মানু সেই স্বপ্ন, প্রত্যাশাপূরণ করতে পারেন কি না এখন সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: মহাদেশের সেরা হওয়ার হাতছানি, কোথায়, কখন দেখবেন ভারত-শ্রীলঙ্কার এশিয়া কাপ ফাইনাল ম্যাচ?