Neeraj Chopra Wins Gold : 'তোমার জ্যাভলিন সব বাঁধ ভেঙে নতুন ইতিহাস গড়েছে' নীরজকে শুভেচ্ছাবার্তা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর
সচিন তেন্ডুলকর থেকে গগন নারাং শুভেচ্ছা জানিয়েছেন সকলেই
![Neeraj Chopra Wins Gold : 'তোমার জ্যাভলিন সব বাঁধ ভেঙে নতুন ইতিহাস গড়েছে' নীরজকে শুভেচ্ছাবার্তা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর Neeraj Chopra Brings Historical first ever track field Gold medal in Olympics Wishes pour in from President to PM Neeraj Chopra Wins Gold : 'তোমার জ্যাভলিন সব বাঁধ ভেঙে নতুন ইতিহাস গড়েছে' নীরজকে শুভেচ্ছাবার্তা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/07/78e27e6c2c3221ec8cc9a15766aa45e7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি : নীরজের ঐতিহাসিক নজির। ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে এই প্রথম ভারতের ঝুলিতে অলিম্পিক্স থেকে সোনা এল ভারতের ঝুলিতে। আর কেরিয়ারের প্রথম অলিম্পিক্সে নেমেই যে কাজটা করে দেখালেন নীরজ চোপড়া। অভিনব বিন্দ্রার পর দেশের দ্বিতীয় দ্বিতীয় ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিক্সের কোনও ব্যক্তিগত ইভেন্টে ভারতের ঝুলিতে সোনা আনলেন কোনও ক্রীড়াবিদ। জ্যাভলিন থ্রো ইভেন্টে ৮৭.৫৮ মিটার জ্যাভলিন ছুড়ে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নিজের নাম খোদাই করে নিলেন নীরজ। আর তাঁর এই অনন্য কীর্তির পর থেকেই শুভেচ্ছাবার্তায় ভেসে চলেছেন নীরজ। দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দেশের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। সচিন তেন্ডুলকার, গগন নারাং থেকে দেশের সমস্ত ক্ষেত্রের ক্রীড়াবিদ হোন বা বিভিন্ন ক্ষেত্রেই উজ্জ্বল নক্ষত্র সকলেই গর্বিত টোকিও অলিম্পিক্সে ভারতের সপ্তম পদক তথা প্রথম সোনার পদক জয় ঘিরে।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখেছেন, 'নীরজ চোপড়ার অভূতপূর্ব জয়। তোমার জ্যাভলিন সমস্ত বাঁধ ভেঙে নতুন ইতিহাস গড়েছে। তোমার হাত ধরে অলিম্পিক্স থেকে ভারত প্রথমবার ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিভাগে পদক জিতেছে, সেটাও স্বর্ণপদক। তোমার এই কীর্তি তরুণ প্রজন্মকে উদবুদ্ধ করবে। ভারতের সবাই উচ্ছ্বসিত, গর্বিত। অনেক অনেক অভিনন্দন।' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, 'টোকিওতে ইতিহাস রচিত হল। আজ নীরজ চোপড়া যে কীর্তি গড়েছে তা চিরকাল অবিস্মরণীয় হয়ে থাকবে। তরুণ নীরজ দুরন্ত খেলেছে। অদম্য আবেগ ও দুর্দান্ত মানসিক কাঠিন্যের পরিচয় রেখেছে। সোনা জেতার জন্য তোমাকে অনেক শুভেচ্ছা।' পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, 'ইতিহাস তৈরি হয়েছে। নীরজ তোমার জন্য দারুণ গর্বিত। গোটা দেশ আনন্দিত, গর্বিত। অনেক অভিনন্দন।'
সচিন তেন্ডুলকার লেখেন, 'নীরজের জন্য অলিম্পিক্সের মঞ্চে আর ভারতের ঔজ্জ্বল্য আরও খানিকটা বেড়ে গিয়েছে। তোমার জ্যাভলিন তিরঙ্গাকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। সমস্ত ভারতবাসী আজ তোমার জন্য গর্বিত। ভারতীয় ক্রীড়াক্ষেত্রের চিরস্মরণীয় দিন।' এদিকে, গগন নারাং লেখেন, 'সোনা। ভীষণরকম আবেগপ্রবণ হয়ে পড়েছি। নীরজ তোমাকে ধন্যবাদ। তুমি আমাদের উদবুদ্ধ করেছো, তুমি আমাদের হিরো।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)