Olympics 2024: সিন্ধু-ভীনেশের জন্য বিশেষ সুবিধা! অলিম্পিক্সের গেম ভিলেজ থেকে সরিয়ে দেওয়া হল বক্সারদের মাসাউরকে
Paris Olympics: বক্সারদের মাসাউর ভিলেজের বাইরে থেকে বারংবার যাতায়াত করাটা কতটা সম্ভব সেই নিয়ে শুরু হয়েছে তর্ক বিতর্ক।
নয়াদিল্লি: প্যারিসে বিশ্বের সবথেকে বড় প্রতিযোগিতা, অলিম্পিক্স (Olympics 2024) শুরু হতে আর দিন দশেকও বাকি নেই। ২৬ জুলাই থেকে শুরু হবে অলম্পিক্সের মহারণ। জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মাঝে বিতর্কে ভারতীয় দল। এক সিদ্ধান্তকে ঘিরে যত কাণ্ড। ঘটনাটা ঠিক কী?
খবর অনুযায়ী, প্যারিসে ভারতের হয়ে অংশগ্রহণ করা দুই তারকা অলিম্পিয়ান, পিভি সিন্ধু (PV Sindhu) ও ভীনেশ ফোগতের (Vinesh Phogat) ব্যক্তিগত কোচেদের জায়গা করে দিতেই সরিয়ে দেওয়া হচ্ছে বক্সিং দলের মাসাউর বিজয় কম্বোজকে। এর জেরেই সোশ্যাল মিডিয়ায় চাপানোউতর তৈরি হয়েছে। অনেকেরই মনে হচ্ছে তারকা অ্যাথলিটদের সুযোগ সুবিধার দেওয়ার মাশুল সাপোর্ট স্টাফেদের গুণতে হচ্ছে। খবর অনুযায়ী ওলর অ্যাকোস, ভীনেশের ব্যক্তিগত কোচ এবং সিন্ধুর ব্যক্তিগত কোচ প্রকাশ পাড়ুকোনকে গেমস ভিলিজে জায়গা করে দিতে বক্সারদের মাসাউরকে গেমস ভিলেজের বাইরেই জায়গা দেওয়া হচ্ছে।
ভারতের হয়ে জোড়া অলিম্পিক্স পদকজয়ী পিভি সিন্ধু নিঃসন্দেহে এবারও খেতাব জয়ের অন্যতম বড় দাবিদার। অপরদিকে, ভীনেশ ফোগতও খেতাব জয়ের বড় দাবিদার। দুই তারকা অ্যাথলিটরা যাতে নিজেদের পছন্দের সাপোর্ট স্টাফের অভাবে প্রতিযোগিতায় নিজেদের সেরাটা দিতে পারেননি, এমন অভিযোগ না উঠে, সেই কারণেই তাঁদের পছন্দের সাপোর্ট স্টাফদের গেমস ভিলেজে থাকার ক্ষেত্রে অগ্রাধিকার বা বাড়তি প্রাধান্য দেওয়া হয়েছে বলে খবর।
গোটা বিষয়ে অবগত এক সূত্র জানান, 'আমরা নিজেরাই এমন এক সিস্টেম তৈরি করে নিয়েছি যেখানে তথাকথিত তারকাদের সমস্ত দাবি দাওয়া মেনে নেওয়া হয় এবং বাকি অ্যাথলিটদের খানিক অগ্রাহ্যই করা হয়। প্রকাশ এবং কুস্তির কোচকে গেমস ভিলেজের বাইরে রাখাই যেত। ওঁরা খুব সহজেই পাসের মাধ্যমে ভিলেজে প্রতিদিন যাতায়াত করতে পারতেন। মাসাউরের বক্সিং দলের সঙ্গে ভিলেজে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। তবে আমি তো বললামই তারকাদের দাবি দাওয়া সবসময়ই আগে মেনে নেওয়া হবে। তাতে বাকিদের সমস্যা হলেও কিছু করার নেই।'
বিজয় কম্বোজ গেমস ভিলেজের বাইরে থাকলেও তাঁকে সরকারের তরফেই থাকা খাওয়ার খরচ দেওয়া হবে। মেডেলের বড় দাবিদারদের দাবি রাখা যেমন জরুরি, তবে তা করতে গিয়ে বাকিদের প্রয়োজনকে অগ্রাহ্য করা কতটা যুক্তিসঙ্গত, সেই নিয়ে প্রশ্ন উঠছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: অধিনায়ক হওয়ার জোর জল্পনার মাঝেই সোশ্যাল মিডিয়ায় সূর্যকুমার যাদবের ইঙ্গিতপূর্ণ পোস্ট