Suryakumar Yadav: অধিনায়ক হওয়ার জোর জল্পনার মাঝেই সোশ্যাল মিডিয়ায় সূর্যকুমার যাদবের ইঙ্গিতপূর্ণ পোস্ট
Indian Team Captain: টিম ইন্ডিয়ার নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌড়ে সূর্যকুমার এবং হার্দিক পাণ্ড্যর নাম উঠে আসছে।
মুম্বই: রোহিত পরবর্তী জমানায় ভারতীয় দলের নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে তিনিই এগিয়ে বলে মনে করা হচ্ছে। টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হতে পারেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এরই মাঝে সূর্যর এক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নেটদুনিয়ায় জোর চর্চা।
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ের সঙ্গে কার্যত সমার্থক হয়ে গিয়েছে শেষ ওভারে সূর্যর বাউন্ডারি লাইনে ডেভিড মিলারের অনবদ্য ক্যাচটি। দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক বিশ ওভারের ফর্ম্যাটে দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন সূর্য। বহুদিন তিনি আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটারও ছিলেন। এবার তাঁর কাঁধে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্বও দেওয়া হতে পারে বলে খবর। এরই মাঝে নিজের সোশ্যাল মিডিয়ায় ঈশ্বরের একটি ছবির নীচে হাত জোড় করার এক ইমোজি পোস্ট করেছেন।
Surya Kumar Yadav latest Insta story : In which he has put a photo of God and a folded hands emoji, which means that he has become the captain and he has been informed about it, that's why he is thanking god🙏
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) July 17, 2024
Congratulations @surya_14kumar 🙏🔥 pic.twitter.com/XOXqxx1qzB
অনেকেই মনে করছেন ভারতের নতুন অধিনায়ক নির্বাচিত হওয়ার জন্য ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাতেই সূর্যর এই স্টোরি পোস্ট। যদিও সরকারিভাবে এখনও তাঁর নাম টিম ইন্ডিয়ার নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়নি। তবে এই পোস্টটি যে বেশ ইঙ্গিতবাহী, তা বলাই বাহুল্য।
একাধিক রিপোর্ট অনুযায়ী ভারতের বিশ্বজয়ী অধিনায়ক রোহিত শর্মার ভোটই সূর্যকুমারের নতুন অধিনায়ক হিসাবে নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সূর্যর সঙ্গে কিন্তু টিম ইন্ডিয়ার নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌড়ে হার্দিক পাণ্ড্যও রয়েছেন। প্রাথমিকভাবে হার্দিকই নতুন অধিনায়কের দৌড়ে এগিয়ে ছিলেন বলে খবর ছিল। তবে হার্দিকের ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন থাকার দরুণই তাঁর বদলে সূর্যকুমার যাদবকে নতুন অধিনায়কের দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর।
শুধু রোহিত নন অবশ্য, শোনা যাচ্ছে টিম ইন্ডিয়ার নতুন কোচ গৌতম গম্ভীরও নাকি অধিনায়ক হিসাবে সূর্যকুমারের পক্ষেই সওয়াল করেছেন। ইতিমধ্যেই ভারতের কোচ গম্ভীর এবং নির্বাচকপ্রধান অজিত আগরকরের মধ্যে এই বিষয়ে কথা হয়েছে। হার্দিককে এই বিষয়ে জানিয়েও দেওয়া হয়েছে নাকি। তবে সরকারিভাবে ঘোষণা না হওয়া পর্যন্ত পুরো বিষয়টিই জল্পনার পর্যায়েই রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বিশ্বজয়ের সফর শুরুর দেশেই ফিরলেন রোহিত শর্মা, স্মৃতি রোমন্থনই উদ্দেশ্য?