Paris Olympics: জমি নিয়ে বিবাদ! প্যারিস অলিম্পিক্সে অংশ নেওয়া অ্যাথলিটকে পুড়িয়ে মারলেন তাঁরই প্রাক্তন?
Rebecca Cheptegei: রবিবার গায়ে আগুন লাগার পাঁচদিন লড়াইয়ের পর পরলোক গমন করলেন উগান্ডার অ্যাথলিট রেবেকা।
নয়াদিল্লি: মর্মান্তিক বললেও হয়তো কম বলা হবে। মাত্র দিনকয়েক আগেই প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) অংশগ্রহণ করেছিলেন। তার ঠিক কিছুদিন পরেই আগুনে পুড়িয়ে মারিয়ে হল উগান্ডার ম্যারাথন রানার রেবেকা চেপতেজেইকে (Rebecca Cheptegei)। কারণ এক জমি ঘিরে বিবাদ।
রিপোর্টে দাবি করা হচ্ছে ৩৩ বছর বয়সি উগান্ডার ম্যারাথন রানারের সঙ্গে তাঁর প্রাক্তনের এক জমি ঘিরে বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছিল। সেই বিবাদের জেরেই রবিবার পেট্রোল ঢেলে তাঁর গায়ে আগুন ধরিয়ে দেন তাঁর প্রাক্তন সঙ্গী। এমনই চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। উত্তর-পশ্চিম কেনিয়ার আধিকারিকরা জানান রেবেকা চার্চ থেকে তাঁর দুই মেয়েকে সঙ্গে করে নিয়ে ফেরার সময়ই তাঁর উপর আক্রমণ হানা হয়। তারপর দিন তিনেক তিনি হাসপাতালে লড়াই করেছিলেন, কিন্তু বাঁচানো গেল না তাঁকে। তাঁর মেয়েই সংসারের হাল টানত এবং নানাভাবে গোটা পরিবারের প্রয়োজনীয়তা মেটাত বলে জানান রেবেকার বাবা জোসেফ। মেয়ের মৃত্যুতে সম্পূর্ণ ভেঙে পড়েছেন তিনি। উগান্ডার আরেক রানার জেমস কিরওয়া জানান রেবেকা শুধু নিজের পরিবার নয়, তার পাশাপাশি উগান্ডার বাকি অ্যাথলিটদেরও আর্থিকভাবে সাহায্য করতেন।
রেবেকা কেনিয়ার সীমান্তের একেবারে কাছে উগান্ডায় জন্মগ্রহণ করেছিলেন। তবে কেনিয়ায় জমি কিনে তিনি একটি বাড়িও তৈরি করেছিলেন বলে খবর। উদ্দেশ্য ছিল কেনিয়ার সেরা অ্যাথলেটিক্স সেন্টারগুলির কাছে থাকা যাতে অনুশীলন করতে সুবিধা হয়। কিন্তু সেখানেই এই মর্মান্তিক ঘটনার সাক্ষী হতে হল তাঁকে। শরীরে সিংহভাগ অংশ পুড়ে যাওয়ায় রেবেকাকে কোনওভাবেই আর বাঁচানো যায়নি। এই গোটা ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
কেনিয়ায় মহিলাদের ওপর সাম্প্রতিক সময়ে আঘাত হানার প্রবণতা অনেকাংশে বেড়েছে। ২০২২ সালে এক সার্ভের রিপোর্টে দাবি করা হয় যে কেনিয়ার অন্তত ৩৪ শতাংশ মহিলা জানিয়েছেন তাঁরা কোনও না কোনওভাবে শারীরিক নিগ্রহের শিকার হয়েছেন। গোটা ঘটনায় কেনিয়ার ক্রীড়ামন্ত্রী শোকজ্ঞাপন করেছেন। তিনি বলেন, 'এই ঘটনা লিঙ্গভিত্তিক আক্রমণের প্রবণতা যে বাড়ছে এবং তা যে দ্রুত দমন করা কতটা প্রয়োজন, তা আবারও মনে করিয়ে দেয়। এর হাত থেকে ক্রীড়ারজগতও রেহাই পেল না।'
রাষ্ট্রপুঞ্জের তরফে রেবেকার মৃত্যুর কড়া নিন্দা করা হয়েছে। পরিবারের অন্নদাতাকে হারিয়ে রেবেকার বাবার কেনিয়ার আধিকারিকদারে কাছে একাটাই। মেয়ের বিচার চাই।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: প্যারালিম্পিক্সে কপিলের ইতিহাস, প্রথম অ্যাথলিট হিসাবে জুডোতে জিতেলন রুপো