Vinesh Phogat: ইতিহাসের সামনে বিনেশ, আজ সোনা জয়ের প্রার্থনা গোটা দেশের, কখন-কোথায় দেখবেন ফাইনাল?
Paris Olympics 2024: ফাইনালে বিনেশের প্রতিপক্ষ কে? মার্কিন যুক্তরাষ্ট্রের সারা অ্যান হিলড্রেব্রানট। যিনি সেমিফাইনালে মঙ্গোলিয়ার ওটগঞ্জারগাল দোলগোরজ়াভকে ৫-০ পয়েন্টে হারিয়েছেন।
প্যারিস: অলিম্পিক্সে ইতিহাস গড়েছেন বিনেশ ফোগত (Vinesh Phogat)। প্রথম ভারতীয় মহিলা হিসাবে অলিম্পিক্স কুস্তির কোনও বিভাগে ফাইনালে উঠেছেন। মহিলাদের ফ্রিস্টাইল ৫০ কেজি বিভাগে বুধবারই ফাইনালে নামছেন বিনেশ।
ফাইনালে বিনেশের প্রতিপক্ষ কে? মার্কিন যুক্তরাষ্ট্রের সারা অ্যান হিলড্রেব্রানট (Sarah Ann Hildrebrandt)। যিনি সেমিফাইনালে মঙ্গোলিয়ার ওটগঞ্জারগাল দোলগোরজ়াভকে (Otgonjargal Dolgorjav) ৫-০ পয়েন্টে হারিয়েছেন।
ওজন কমিয়ে মহিলাদের ৫০ কেজি বিভাগে নেমেছিলেন বিনেশ। সেমিফাইনালে তাঁর সামনে ছিলেন কিউবার ইউসনেলিস গুজ়মান (Yusneylis Guzman)। কেরিয়ারে প্রথমবার ৫০ কেজি বিভাগে নেমেই ৫-০ পয়েন্টে প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছেন বিনেশ। যার অর্থ, এই বিভাগ থেকে বিনেশের হাত ধরে অন্তত রুপো আসছেই। আসতে পারে সোনাও। যদি বুধবার মধ্যরাতের (ক্যালেন্ডার অনুযায়ী বৃহস্পতিবার) ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের সারা অ্যান হিলড্রেব্রানট-কে হারিয়ে দেন বিনেশ।
তবে ফাইনালে লড়াই সহজ নয়। কারণ, ৩০ বছরের মার্কিন পালোয়ান টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন। এবং সেটা ৫০ কেজি বিভাগেই। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪টি পদক রয়েছে হিলড্রেব্রানট-এর। দুটি রুপো ও দুটি ব্রোঞ্জ। প্যান অ্যামেরিকান চ্যাম্পিয়নশিপে ৭টি সোনার পদকও রয়েছে তাঁর। বিনেশকেও ফাইনালে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলবেন মার্কিন পালোয়ান। তবু আশায় বুক বাঁধছে গোটা ভারতবর্ষ।
#SAIDailyWrap: Day1⃣1⃣, Part 2⃣ #ParisOlympics2024@Phogat_Vinesh kept her quest for an #Olympic Gold on as she defeated Cuba's Yusneylys Guzman Lopez whereas the @TheHockeyIndia men's team lost to Germany in the Semi-final, setting up a #Bronze🥉match vs Spain on August 8.… pic.twitter.com/CYmdbbabI6
— SAI Media (@Media_SAI) August 7, 2024
কাদের ম্যাচ
মহিলাদের ৫০ কেজি ফ্রি স্টাইল বিভাগের ফাইনালে মুখোমুখি বিনেশ ফোগত ও সারা অ্যান হিলড্রেব্রানট
কখন খেলা
ভারতীয় সময় বুধবার রাত ১২.৩০ (ক্যালেন্ডার অনুযায়ী বৃহস্পতিবার)
কোথায় দেখবেন
টিভিতে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে দেখা যাবে বিনেশ বনাম সারা অ্যানের ম্যাচের সরাসরি সম্প্রচার
অনলাইন স্ট্রিমিং
যাঁরা টিভির সামনে বসার সুযোগ পাবেন না, তাঁরা স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাবেন ম্যাচের সরাসরি স্ট্রিমিং
আরও পড়ুন: ভারতের মাটিতে ফের এক বিশ্বকাপ? বাংলাদেশের বিকল্প ভেন্যু হিসাবে কী ভাবনা আইসিসি-র?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।