Vinesh Phogat: অবসরের সিদ্ধান্ত পাল্টানোর আর্জি, কবে-কখন হবে বিনেশ ফোগতের মামলার শুনানি?
Paris Olympics 2024: শোনা যাচ্ছে, নামি আইনজীবী হরিশ সালভে এবং ক্রীড়া আইন বিশেষজ্ঞ বিধুষপাৎ সিংহানিয়াকে যুক্ত করতে চাইছে ভারত।
প্যারিস: ভারতের মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা করেন কুস্তি সংস্থার প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংহ - এই অভিযোগে রাস্তায় নেমেছিলেন বিনেশ ফোগত (Vinesh Phogat)। নয়াদিল্লির যন্তর মন্তরে রোদ জল ঝড় উপেক্ষা করে আন্দোলনের শরিক হয়েছিলেন বিনেশ। দিনের পর দিন কাটিয়েছেন রাস্তায়। পরে ব্রিজভূষণ অপসারিত হন। কিন্তু কুস্তি সংস্থার প্রেসিডেন্ট হন সঞ্জয় সিংহ। যিনি ব্রিজভূষণের ডানহাত হিসাবেই পরিচিত।
সেই সঞ্জয় সিংহ এবার বিনেশের আন্তর্জাতিক কুস্তি থেকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানালেন। কারণ, তাঁর মতে, মন খারাপের সময় এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য সঠিক নয়।
প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ৫৩ কেজি ফ্রি স্টাইল বিভাগে বিনেশের নামতে না পারার জন্যও কাঠগড়ায় তোলা হয়েছিল সঞ্জয়কে। বলা হয়েছিল, তাঁর জন্যই বিভাগ বদলে, শরীরের ওজন কমিয়ে নিজের প্রিয় বিভাগ ছেড়ে ৫০ কেজি বিভাগে নেমেছিলেন বিনেশ।
তবে প্যারিসে বাতিল হওয়ার পর বিনেশ অবসর নিতেই সঞ্জয় বলেছেন, 'সোশ্যাল মিডিয়ায় ওঁর অবসরের কথা জানতে পারলাম। আমি এটা জেনে স্তম্ভিত। ভারতের জাতীয় কুস্তি সংস্থা মারফত আমি আর্জি জানাতে চাই, দুঃখের মুহূর্ত এই সিদ্ধান্ত নেওয়ার জন্য উপযুক্ত নয়। এই মানসিক পরিস্থিতি কাটিয়ে তারপর ভাবা উচিত। আমরাও ওঁর সঙ্গে কথা বলব।'
माँ कुश्ती मेरे से जीत गई मैं हार गई माफ़ करना आपका सपना मेरी हिम्मत सब टूट चुके इससे ज़्यादा ताक़त नहीं रही अब।
— Vinesh Phogat (@Phogat_Vinesh) August 7, 2024
अलविदा कुश्ती 2001-2024 🙏
आप सबकी हमेशा ऋणी रहूँगी माफी 🙏🙏
এদিকে, ক্যাস (CAS)-এ ফাইনালে নামার ছাড়পত্র চেয়ে বা যুগ্মভাবে রুপোজয়ী ঘোষণা করার জন্য আবেদন করেছেন বিনেশ। শেষ পাওয়া খবর অনুযায়ী, ভারতীয় সময় বৃহস্পতিবার রাত ৯.৩০-এ হবে শুনানি। ফরাসি বারের ৪ জন আইনজীবী বিনেশের হয়ে লড়াই করবেন। তবে শোনা যাচ্ছে, ভারতীয় শিবির চাইছে ভারত থেকে কয়েকজন আইনজীবী যাতে শুনানির সময় যুক্ত হতে পারেন। এবং এ ব্যাপারে বেশ কয়েকজন বড় নাম ঘোরাফেরা করছে। শোনা যাচ্ছে, নামি আইনজীবী হরিশ সালভে এবং ক্রীড়া আইন বিশেষজ্ঞ বিধুষপাৎ সিংহানিয়াকে যুক্ত করতে চাইছে ভারত।
টানটান লড়াই হতে পারে ক্যাসের শুনানিতে।