Tendulkar meets Chanu: মণিপুর থেকে টোকিও পর্যন্ত অবিশ্বাস্য সফর, চানুকে বললেন সচিন
টোকিও অলিম্পিক্সে ভারতের হয়ে প্রথম পদক জেতেন মীরাবাঈ চানু।

মুম্বই: একজন ক্রিকেটের কিংবদন্তি। আর একজন অলিম্পিক্স থেকে ভারোত্তোলনে পদক জিতে নজির গড়েছেন। বুধবার সেই সচিন রমেশ তেন্ডুলকরের মুম্বইয়ের বাড়িতে হাজির হলেন মীরাবাঈ চানু। এবং অলিম্পিক্সে রুপোজয়ী ভারোত্তোলককে সচিন বললেন, মণিপুর থেকে টোকিও পর্যন্ত আপনার সফর অবিশ্বাস্য। এভাবেই খেলতে থাকুন।
কর্ণম মালেশ্বরী ২০০০ সালে সিডনি অলিম্পিক গেমসে ভারোত্তোলনে ব্রোঞ্জ পেয়েছিলেন। অলিম্পিক্সের ইতিহাসে দ্বিতীয় ভারতীয় ভারোত্তোলক হিসেবে এবার পদক জিতে ফিরেছেন মীরাবাঈ চানু, মহিলাদের ৪৯ কেজি বিভাগে। অলিম্পিক্স ভারোত্তোলনে দেশের প্রথম রুপো। বুধবার সকালে সচিন তেন্ডুলকর নিজের বাড়িতে দেখা করলেন চানুর সঙ্গে।
বুধবার সচিনের মুম্বইয়ের বাড়িতেই সাক্ষাৎ হয় উভয়ের। মাস্টার ব্লাস্টারের সঙ্গে সাক্ষাতের মুহূর্তের সেই ছবি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন চানু। পরে সেই ছবি শেয়ার করে চানু লেখেন, 'সচিন স্যারের সঙ্গে আজ সকালে দেখা করে দারুণ লাগল। ওঁর সমস্ত উপদেশ আজীবন মনে রাখব।' সচিনের সঙ্গে সাক্ষাৎ তাঁকে প্রেরণা জুগিয়েছে বলেও উল্লেখ করেছেন মীরাবাঈ চানু।
ছবিতে দেখা যায়, নিজের রুপোর পদক সচিনকে দেখাচ্ছেন চানু। নিজের বাড়িতে অলিম্পিক্স পদকজয়ীকে ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা জানান সচিন। সাক্ষাতের সেই ছবি শেয়ার করেছেন সচিনও। চানুর টুইটের প্রেক্ষিতে মাস্টার ব্লাস্টার লেখেন, আপনার সঙ্গে সকালে দেখা করতে পেরে আমিও একইরকম খুশি। মণিপুর থেকে টোকিও পৌঁছনোর এই সফর খুবই প্রেরণাদায়ক। আপনার সঙ্গে এই বিষয়ে কথা বলতে পেরে আমারও ভালো লেগেছে। মাস্টার ব্লাস্টার সেই সঙ্গে লেখেন, চ্যাম্পিয়ন চানুর পদক জয়ের এই যাত্রা সকলকে অনুপ্রেরণা জোগাবে।
সদ্যসমাপ্ত টোকিও অলিম্পিক্সে ভারতের হয়ে প্রথম পদক জেতেন মীরাবাঈ চানু। মহিলা ভারোত্তলোনে ৪৯ কেজি বিভাগে রুপো জেতেন তিনি। টোকিওয় অলিম্পিক্সের ইতিহাসে সেরা সাফল্য পেয়েছে ভারত। একটি সোনা-সহ জিতেছে সাতটি পদক। পদক তালিকায় ভারত শেষ করেছে ৪৮তম স্থানে থেকে।
অলিম্পিক্সে পদকজয়ীদের ঘিরে গোটা দেশজুড়ে চলছে উন্মাদনা। হরিয়ানা, পঞ্জাব থেকে হরিদ্বার, বারাণসী, ভারতীয় পুরুষ ও হকি দলকেও রাজকীয়ভাবে বরণ করে নেওয়া হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
