India Schedule, Tokyo Olympic 2020: অলিম্পিক্সে সুপার সানডে, পদক জেতার সুযোগ সিন্ধু-সতীশের
India Schedule, Tokyo Olympic 2020 Matches List: দেখে নেওয়া যাক রবিবার ভারতের কারা নামছেন অলিম্পিক্সে।
টোকিও: অলিম্পিক্সে শনিবার ভারতের দিনটি মিশ্রভাবে কাটল। তিরন্দাজিতে হারতে হল অতনু দাসকে। ডিসকাস থ্রোয়ে সীমা পুনিয়া না পারলেও ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন কমলপ্রীত কৌর। বক্সিংয়ে হেরে যান অমিত পাঙ্ঘাল। হকিতে ভারতীয় মহিলা দল ৪-৩ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। শ্যুটিংয়ে ভারতীয়রা ফের ব্যর্থ। বক্সিংয়ে হেরে গিয়েছেন পূজা রানি। ব্য়াডমিন্টনের সেমিফাইনালে হারতে হয়েছে পি ভি সিন্ধুকে।
রবিবার অবশ্য সিন্ধুর দিকেই নজর থাকবে সকলের। কারণ, ব্রোঞ্জ জেতার ম্যাচে নামবেন তিনি। সোনা বা রুপোর পদক জয়ের স্বপ্ন আর নেই। কিন্তু তা বলে ব্য়াডমিন্টনে ভারতের পদক জয়ের সব সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। বরং ব্রোঞ্জ জয়ের ভাল সুযোগ রয়েছে। আর সে জন্য যে নিজের সর্বস্ব দিয়ে ঝাঁপাবেন, অঙ্গীকার করে রাখলেন পি ভি সিন্ধু। যিনি শনিবার সেমিফাইনালে স্ট্রেট গেমে হেরে গেলেন।
রবিবার ব্রোঞ্জ পদকের ম্য়াচে নামবেন ভারতীয় শাটলার। তার আগে সিন্ধু বলছেন, 'এখন বিশ্রাম নেব আর কালকের জন্য প্রস্তুতি শুরু করব। কারণ এখনও কিছুই শেষ হয়ে যায়নি। আমার এখনও একটা সুযোগ রয়েছে। আশা করছি নিজের সেরাটা দিতে পারব। আজ হয়তো আমার দিন ছিল না। তবে কাল আবার প্রাণপাত চেষ্টা করব।'
এছাড়া তারকাদের মধ্যে গল্ফে নামছেন অনির্বাণ লাহিড়ী, বক্সিংয়ে সতীশ কুমার। হকিতে ভারতের পুরুষ দলের কোয়ার্টার ফাইনাল ম্যাচ রয়েছে। দেখে নেওয়া যাক রবিবার ভারতের কারা নামছেন অলিম্পিক্সে।
গল্ফ:
পুরুষদের ব্যক্তিগত স্ট্রোক প্লে রাউন্ড ফোর - অনির্বাণ লাহিড়ী ও উদয়ন মানে - ভোর ৪টে থেকে
ইকোয়েস্ট্রিয়ান:
ইভেন্টিং ক্রস কান্ট্রির ব্যক্তিগত বিভাগ - ফওয়াদ মির্জা - ভোর ৪.১৫
বক্সিং:
পুরুষদের সুপার হেভিওয়েট (৯১ কেজি বিভাগ) কোয়ার্টার ফাইনাল - সতীশ কুমার বনাম বাখোদির জালোলভ - সকাল ৯.৩৬
ব্য়াডমিন্টন:
মহিলাদের তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী নির্ধারণের ম্যাচ (ব্রোঞ্জ পদকের জন্য) - পি ভি সিন্ধু বনাম হে বিং জিয়াও - বিকেল ৫টা
হকি:
পুরুষদের কোয়ার্টার ফাইনালে ভারত বনাম গ্রেট ব্রিটেন - বিকেল ৫.৩০।