India Medal Tally, Olympic 2020: পদক তালিকার শীর্ষে চিন, ভারত নেমে গেল ৬০ নম্বরে
India Medal Tally Standings, Tokyo Olympic 2020: মীরাবাঈ চানুর পর ভারতের আর কেউই পদক জেতেননি। পদক তালিকায় ভারত রয়েছে ৬০ নম্বরে। বুলগেরিয়া, জর্ডন, নর্থ ম্যাসেডোনিয়া ও তুর্কমেনিস্তানের সঙ্গে যুগ্মভাবে।
![India Medal Tally, Olympic 2020: পদক তালিকার শীর্ষে চিন, ভারত নেমে গেল ৬০ নম্বরে Tokyo Olympic Medal Tally India Standing Today 29.07.21 Gold Silver Bronze Medal Events Hockey Table Tennis Boxing India Medal Tally, Olympic 2020: পদক তালিকার শীর্ষে চিন, ভারত নেমে গেল ৬০ নম্বরে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/29/92d2987147b809754896ed0727e7781d_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
টোকিও: অলিম্পিক্সে চিনের দাপট চলছে। ২১টি সোনা সহ মোট ৪৬টি পদক জিতে তালিকার শীর্ষে রয়েছে চিন। আয়োজক দেশ জাপান রয়েছে দুই নম্বরে। ১৭টি সোনা সহ ৩০টি পদক জিতে দুইয়ে রয়েছে জাপান। ১৬টি সোনা-সহ ৪৬টি পদক জিতে তিনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মীরাবাঈ চানুর পর ভারতের আর কেউই পদক জেতেননি। পদক তালিকায় ভারত নেমে গিয়েছে ৬০ নম্বরে। বুলগেরিয়া, জর্ডন, নর্থ ম্যাসেডোনিয়া ও তুর্কমেনিস্তানের সঙ্গে যুগ্মভাবে।
অলিম্পিক্সে শনিবার ভারতের দিনটি মিশ্রভাবে কাটল। তিরন্দাজিতে হারতে হল অতনু দাসকে। ডিসকাস থ্রোয়ে সীমা পুনিয়া না পারলেও ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন কমলপ্রীত কৌর। বক্সিংয়ে হেরে যান অমিত পাঙ্ঘাল। হকিতে ভারতীয় মহিলা দল ৪-৩ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। শ্যুটিংয়ে ভারতীয়রা ফের ব্যর্থ। বক্সিংয়ে হেরে গিয়েছেন পূজা রানি। ব্য়াডমিন্টনের সেমিফাইনালে হারতে হয়েছে পি ভি সিন্ধুকে।
রবিবার অবশ্য সিন্ধুর দিকেই নজর থাকবে সকলের। কারণ, ব্রোঞ্জ জেতার ম্যাচে নামবেন তিনি। সোনা বা রুপোর পদক জয়ের স্বপ্ন আর নেই। কিন্তু তা বলে ব্য়াডমিন্টনে ভারতের পদক জয়ের সব সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। বরং ব্রোঞ্জ জয়ের ভাল সুযোগ রয়েছে। আর সে জন্য যে নিজের সর্বস্ব দিয়ে ঝাঁপাবেন, অঙ্গীকার করে রাখলেন পি ভি সিন্ধু। যিনি শনিবার সেমিফাইনালে স্ট্রেট গেমে হেরে গেলেন।
রবিবার ব্রোঞ্জ পদকের ম্য়াচে নামবেন ভারতীয় শাটলার। তার আগে সিন্ধু বলছেন, 'এখন বিশ্রাম নেব আর কালকের জন্য প্রস্তুতি শুরু করব। কারণ এখনও কিছুই শেষ হয়ে যায়নি। আমার এখনও একটা সুযোগ রয়েছে। আশা করছি নিজের সেরাটা দিতে পারব। আজ হয়তো আমার দিন ছিল না। তবে কাল আবার প্রাণপাত চেষ্টা করব।'
এছাড়া তারকাদের মধ্যে গল্ফে নামছেন অনির্বাণ লাহিড়ী, বক্সিংয়ে সতীশ কুমার। হকিতে ভারতের পুরুষ দলের কোয়ার্টার ফাইনাল ম্যাচ রয়েছে। ভারতের প্রতিপক্ষ গ্রেট ব্রিটেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)