Tokyo Olympic 2020: মহিলাদের ১০০ মিটার দৌড়ে সোনা, রুপো, ব্রোঞ্জ জামাইকার, উচ্ছ্বসিত বোল্ট
শেলি অ্যান ফ্রেজারের তিনটি অলিম্পিক্সে সোনা জেতার স্বপ্ন ভেঙে গেল।
![Tokyo Olympic 2020: মহিলাদের ১০০ মিটার দৌড়ে সোনা, রুপো, ব্রোঞ্জ জামাইকার, উচ্ছ্বসিত বোল্ট Tokyo Olympics 2020: Jamaica still dominate the track going 1-2-3 in women’s 100m, Usain Bolt elated Tokyo Olympic 2020: মহিলাদের ১০০ মিটার দৌড়ে সোনা, রুপো, ব্রোঞ্জ জামাইকার, উচ্ছ্বসিত বোল্ট](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/31/c1f3fd3a840c4d0444a0e5346257bd1d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
টোকিও: ইউসেইন বোল্ট অবসর নিয়েছেন। কিন্তু ট্র্যাক অ্যান্ড ফিল্ডে জামাইকার দাপট চলছেই। মহিলাদের একশো মিটার স্প্রিন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়, তিনটি স্থানই জামাইকার অ্যাথলিটদের দখলে। সোনা, রুপো ও ব্রোঞ্জ, তিনটি পদকই পেলেন জামাইকার মহিলা স্প্রিন্টাররা। যে দাপট দেখে উচ্ছ্বসিত স্বয়ং বোল্ট। বিদ্যুৎ মানব ট্যুইটারে আবেগ গোপন করতে পারননি।
১০.৬১ সেকেন্ডে ১০০ মিটার দৌড় সম্পূর্ণ করে অলিম্পিক্স রেকর্ড গড়ে সোনা জিতলেন জামাইকার এলাইন থমসন হেরাথ। স্বদেশীয় ৩৪ বছর বয়সী শেলি অ্যান ফ্রেজারের তিনটি অলিম্পিক্সে সোনা জেতার স্বপ্ন ভেঙে গেল এলাইনের জন্যই। ১০.৭৪ সেকেন্ডে দৌড় শেষ করে রুপো জিতলেন শেলি। শেরিকা জ্যাকসন ১০.৭৬ সেকেন্ডে দৌড় শেষ করে ব্রোঞ্জ জিতেছেন। সব মিলিয়ে তিনটি পদকই ঢুকেছে জামাইকার ঘরে।
অলিম্পিক্সে শনিবার ভারতের দিনটি মিশ্রভাবে কাটল। তিরন্দাজিতে হারতে হল অতনু দাসকে। ডিসকাস থ্রোয়ে সীমা পুনিয়া না পারলেও ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন কমলপ্রীত কৌর। বক্সিংয়ে হেরে যান অমিত পাঙ্ঘাল। হকিতে ভারতীয় মহিলা দল ৪-৩ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। শ্যুটিংয়ে ভারতীয়রা ফের ব্যর্থ। বক্সিংয়ে হেরে গিয়েছেন পূজা রানি। ব্য়াডমিন্টনের সেমিফাইনালে হারতে হয়েছে পি ভি সিন্ধুকে।
রবিবার অবশ্য সিন্ধুর দিকেই নজর থাকবে সকলের। কারণ, ব্রোঞ্জ জেতার ম্যাচে নামবেন তিনি। সোনা বা রুপোর পদক জয়ের স্বপ্ন আর নেই। কিন্তু তা বলে ব্য়াডমিন্টনে ভারতের পদক জয়ের সব সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। বরং ব্রোঞ্জ জয়ের ভাল সুযোগ রয়েছে। আর সে জন্য যে নিজের সর্বস্ব দিয়ে ঝাঁপাবেন, অঙ্গীকার করে রাখলেন পি ভি সিন্ধু। যিনি শনিবার সেমিফাইনালে স্ট্রেট গেমে হেরে গেলেন।
রবিবার ব্রোঞ্জ পদকের ম্য়াচে নামবেন ভারতীয় শাটলার। তার আগে সিন্ধু বলছেন, 'এখন বিশ্রাম নেব আর কালকের জন্য প্রস্তুতি শুরু করব। কারণ এখনও কিছুই শেষ হয়ে যায়নি। আমার এখনও একটা সুযোগ রয়েছে। আশা করছি নিজের সেরাটা দিতে পারব। আজ হয়তো আমার দিন ছিল না। তবে কাল আবার প্রাণপাত চেষ্টা করব।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)