Tokyo Olympics 2020 Live: জাপানের আকানে ইমাগুচিকে হারিয়ে সেমিফাইনালে সিন্ধু
কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে লড়াই করেও হেরে মহিলা বক্সিংয় থেকে ছিটকে গেছেন মেরি কম। ১০০ মিটার বাটারফ্লাইয়ের সেমিফাইনালে উঠতে ব্যর্থ ভারতের সজন প্রকাশ।

Background
কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে লড়াই করেও হেরে মহিলা বক্সিংয় থেকে ছিটকে গেছেন মেরি কম।
১০০ মিটার বাটারফ্লাইয়ের সেমিফাইনালে উঠতে ব্যর্থ ভারতের সজন প্রকাশ।
বৃহস্পতিবার সকালে টোকিও অলিম্পিক্সে বক্সিংয়ে নিজের ম্যাচ জিতেছেন সতীশ কুমার। পুরুষদের বক্সিংয়ে ৯১ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন তিনি। সতীশ হারান জামাইকার রিকার্ডো ব্রাওনকে। খেলার ফল সতীশের পক্ষে ৪-১। প্রথম থেকে সতর্ক ছিলেন সতীশ। কিন্তু ম্যাচে যত এগােচ্ছিল, ততই ছন্দ ফিরে পাচ্ছিলেন সতীশ। শেষ পর্যন্ত ম্যাচে জয় পান তিনি।
ব্রাওনের খারাপ ফুটওয়ার্কের জন্য সুবিধা পেয়ে যান সতীশ। এশিয়ান চ্যাম্পিয়নশিপে ২ বার ব্রোঞ্জ জিতেছেন তিনি। ৩২ বছরের এই ভারতীয় বক্সার প্রথম থেকেই নিজেকে মেলে ধরার চেষ্টা করছিলেন। কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তানের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে নামবেন সতীশ।
তিরন্দাজিতে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন অতনু দাস। এই জয়ের ফলে ব্যক্তিগত ইভেন্টে পদক জয়ের সম্ভাবনা জিইয়ে রাখলেন অতনু। এর আগে প্রথম রাউন্ডে অতনুর প্রতিপক্ষ ছিলেন চিনা তাইপের রুপোজয়ী ডেং ইউং চেং। তাঁর বিরুদ্ধে ৬-৪ পয়েন্টে জিতেছিলেন অতনু। প্রি কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে দ্বিতীয় রাউন্ডে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ও সোনাজয়ী তিরন্দাজ দক্ষিণ কোরিয়ার ওহ জিন হিয়েকের বিরুদ্ধে জয় পেলেন অতনু। তৃতীয় সেটে পিছিয়ে গিয়েও দুর্দান্ত কামব্যাক করেন তিনি।
Tokyo 2020 Update: রেকর্ড গড়ে টেবিল টেনিসে সোনা মা লংয়ের
অলিম্পিক্সে রেকর্ড গড়ে টেবিল টেনিসে সোনা জিতলেন চিনের মা লং। বিশ্বের প্রথম টেনিস প্লেয়ার হিসেবে টিটিতে চারটি সোনা জয় মা লংয়ের।
Tokyo Olympics 2020 Live: হকিতে ভারতের সামনে শেষ আটে গ্রেট ব্রিটেন
পুরুষদের হকিতে কোয়ার্টার ফাইনালে ভারতের সামনে এবার গ্রেট ব্রিটেন।




















