Tokyo Olympics 2020 Live: আনুষ্ঠানিকভাবে শেষ টোকিও অলিম্পিক্স, পরের গেমস ২০২৪-এ প্যারিসে
অলিম্পিক্সে নিজেদের শেষ দিনের খেলায় সোনা জিতেছে ভারত। নীরজ চোপড়া জ্যাভলিনে সোনা জিতেছেন। ব্রোঞ্জ জিতেছেন বজরং পুনিয়া।
LIVE
Background
টোকিও: এখনও পর্যন্ত টোকিও অলিম্পিক্স থেকে ভারতের সংগ্রহ ১টি সোনা, দু’টি রুপো ও ৪টে ব্রোঞ্জ। পদক তালিকায় ৪৭ নম্বরে ভারত। এই মুহূর্তে পদক তালিকায় শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ৩৮টি সোনা, ৩৯টি রুপো ও ৩৩টি ব্রোঞ্জের হাত ধরে তাদের মোট পদক সংখ্যা ১১০টি। দ্বিতীয় স্থানে রয়েছে চিন। তারা সোনা পেয়েছে ৩৮টি, ৩১টি রুপো ও ১৮টি ব্রোঞ্জ। মোট পদক ৮৭টি। তবে, চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সোনার সংখ্যা সমান। অন্যদিকে, তৃতীয় স্থানে রয়েছে আয়োজক দেশ জাপান। তারা সোনা পেয়েছে ২৭টি, ১৪টি রুপো ও ১৭টি ব্রোঞ্জ। মোট ৫৮টি পদক জাপানের।
Tokyo Olympics 2020 Live Updates: শেষ হল টোকিও অলিম্পিক্স
করোনা আবহে টোকিও অলিম্পিক্স আয়োজন নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। তবে শেষপর্যন্ত ভালভাবেই শেষ হল অলিম্পিক্স।
Tokyo Olympics 2020 Live: পদক পেল ৯৩টি দেশ
এবারের অলিম্পিক্সে যোগ দেন ২০৫টি দেশের অ্যাথলিটরা। এছাড়া রিফিউজি অলিম্পিক টিমও ছিল। তার মধ্যে ৯৩টি দেশের অ্যাথলিটরা পদক পেয়েছেন।
Tokyo Olympics 2020 Live Updates: পরের অলিম্পিক্স প্যারিসে
প্যারিসের মেয়র অ্যান হিদালগোর হাতে অলিম্পিক ফ্ল্যাগ তুলে দিলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখ।
Tokyo Olympics 2020 Live: ভারতীয় অ্যাথলিটদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
এবারই অলিম্পিক্সে সবচেয়ে ভাল ফল হয়েছে ভারতের। সে কথা উল্লেখ করে টোকিও অলিম্পিক্সের শেষ দিন ট্যুইট করে ভারতীয় অ্যাথলিটদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Tokyo Olympics 2020 Live Updates: পদক তালিকায় ৪৮ নম্বরে ভারত
মোট সাতটি পদক নিয়ে পদক তালিকায় ৪৮ নম্বরে ভারত। ১১৩টি পদক নিয়ে শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র।