Tokyo Olympics 2020 Live: আনুষ্ঠানিকভাবে শেষ টোকিও অলিম্পিক্স, পরের গেমস ২০২৪-এ প্যারিসে
অলিম্পিক্সে নিজেদের শেষ দিনের খেলায় সোনা জিতেছে ভারত। নীরজ চোপড়া জ্যাভলিনে সোনা জিতেছেন। ব্রোঞ্জ জিতেছেন বজরং পুনিয়া।

Background
টোকিও: এখনও পর্যন্ত টোকিও অলিম্পিক্স থেকে ভারতের সংগ্রহ ১টি সোনা, দু’টি রুপো ও ৪টে ব্রোঞ্জ। পদক তালিকায় ৪৭ নম্বরে ভারত। এই মুহূর্তে পদক তালিকায় শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ৩৮টি সোনা, ৩৯টি রুপো ও ৩৩টি ব্রোঞ্জের হাত ধরে তাদের মোট পদক সংখ্যা ১১০টি। দ্বিতীয় স্থানে রয়েছে চিন। তারা সোনা পেয়েছে ৩৮টি, ৩১টি রুপো ও ১৮টি ব্রোঞ্জ। মোট পদক ৮৭টি। তবে, চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সোনার সংখ্যা সমান। অন্যদিকে, তৃতীয় স্থানে রয়েছে আয়োজক দেশ জাপান। তারা সোনা পেয়েছে ২৭টি, ১৪টি রুপো ও ১৭টি ব্রোঞ্জ। মোট ৫৮টি পদক জাপানের।
Tokyo Olympics 2020 Live Updates: শেষ হল টোকিও অলিম্পিক্স
করোনা আবহে টোকিও অলিম্পিক্স আয়োজন নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। তবে শেষপর্যন্ত ভালভাবেই শেষ হল অলিম্পিক্স।
Tokyo Olympics 2020 Live: পদক পেল ৯৩টি দেশ
এবারের অলিম্পিক্সে যোগ দেন ২০৫টি দেশের অ্যাথলিটরা। এছাড়া রিফিউজি অলিম্পিক টিমও ছিল। তার মধ্যে ৯৩টি দেশের অ্যাথলিটরা পদক পেয়েছেন।




















