PV Sindhu Loses Badminton Semifinals: স্ট্রেট গেমে হার সিন্ধুর, তবে এখনও রয়েছে পদক জয়ের সুযোগ
চলতি অলিম্পিক্সে ভারতের সোনা জয়ের স্বপ্ন বড়সড় ধাক্কা খেল শনিবার। ব্যাডমিন্টনে মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে চিনা তাইপের প্রতিপক্ষ তাই জু ইংয়ের কাছে স্ট্রেট গেমে হেরে গেলেন পি ভি সিন্ধু।
![PV Sindhu Loses Badminton Semifinals: স্ট্রেট গেমে হার সিন্ধুর, তবে এখনও রয়েছে পদক জয়ের সুযোগ Tokyo Olympics, Badminton Semifinals, PV Sindhu vs Tai Tzu Ying PV Sindhu Loses Opening Game To Tai Tzu Ying PV Sindhu Loses Badminton Semifinals: স্ট্রেট গেমে হার সিন্ধুর, তবে এখনও রয়েছে পদক জয়ের সুযোগ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/31/4d5359e8e89274d547677820687232db_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
টোকিও: চলতি অলিম্পিক্সে ভারতের সোনা জয়ের স্বপ্ন বড়সড় ধাক্কা খেল শনিবার। ব্যাডমিন্টনে মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে চিনা তাইপের প্রতিপক্ষ তাই জু ইংয়ের কাছে ২১-১৮, ২১-১২ স্ট্রেট গেমে হেরে গেলেন পি ভি সিন্ধু। রিও অলিম্পিক্সে রুপোজয়ী তারকা অবশ্য এখনও পদক জয়ের একটি সুযোগ পাবেন। তিন ও চার নম্বর স্থানাধিকারীর জন্য ম্যাচে খেলবেন দুই সেমিফাইনালে পরাজিতরা। সেই ম্য়াচে জিততে পারলে ব্রোঞ্জ পাবেন সিন্ধু।
পদক জয়ের ব্যাপারে তাঁর দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। কিন্তু পারলেন না পূজা রানি। মহিলাদের মিডলওয়েট (৭৫ কেজি) বিভাগের কোয়ার্টার ফাইনালে চিনের প্রতিদ্বন্দ্বী কিয়ান লি-র কাছে হেরে গেলেন ভারতীয় বক্সার। খালি হাতেই তাঁকে ফিরতে হচ্ছে টোকিও থেকে।
চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে কার্যত দাঁড়াতেই পারেননি পূজা। তিনটি রাউন্ডেই হেরে যান। কিয়ান লি-র গতি আর ক্ষিপ্রতার কোনও জবাব ছিল না ভারতীয় বক্সারে কাছে।
কেরিয়ারের প্রথম অলিম্পিক্সে নেমেই চমক দিয়েছিলেন ভারতের মহিলা বক্সার পূজা রানি। মহিলাদের মিডলওয়েট বক্সিংয়ে (৬৯-৭৫ কেজি বিভাগ) আলজিরিয়ার ইচরাক চাইব-কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিলেন ভারতের বক্সার। ৩০ বছর বয়সী পূজা রানি দুবারের এশীয় চ্যাম্পিয়নও। আগের রাউন্ডে প্রতিপক্ষকে কার্যত কোনও সুযোগই দেননি পূজা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)