Tokyo Olympic 2020 Live: আলো, আতসবাজির মধ্যে দিয়ে ঢাকে কাঠি পড়ল টোকিও অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে
Tokyo Olympic 2020 LIVE: করোনা আবহেই আজ অলিম্পিক্সের বোধন, দর্শকশূন্য স্টেডিয়ামেই অনুষ্ঠান
LIVE
Background
টোকিও: করোনা আবহেই আজ অলিম্পিক্সের বোধন। দর্শকশূন্য স্টেডিয়ামেই অনুষ্ঠান। তবে, সিন্ধুদের ছাড়াই অনুষ্ঠানে মার্চ পাস্টে নামবে ভারতীয় দল।
টোকিও অলিম্পিক্স শুরুর আগের দিন করোনা আতঙ্কে এবার অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান থেকে সরে দাঁড়ালেন ভারতীয় অ্যাথলিটরা। মাত্র ২৮ জন অ্যাথলিট মোট মার্চ পাস্টের অনুষ্ঠানে হাঁটবেন।
যে কোনও দেশের যা সবচেয়ে কম সংখ্যক প্রতিনিধি। ভারতের হয়ে জাতীয় পতাকা ধরতে দেখা যাবে হকিতে ভারতীয় দলের অধিনায়ক মনপ্রীত সিংহকে।
যদিও আর কেউ হকি দল থেকে থাকবেন না এই মার্চ পাস্টে। শ্যুটিং, ব্যাডমিন্টন, আর্চারি ও হকি দলের খেলা রয়েছে পরের দিনই। তাই এই দলের কোনও অ্যাথলিটকেই দেখতে পাওয়া যাবে না অনুষ্ঠানে। মার্চ পাস্টের তালিকায় ২১ নম্বরে রয়েছে ভারতীয় দল।
মার্চ পাস্টে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে হকি থেকে একজনকে, বক্সিংয়ে ৮জন, টেবিল টেনিসে ৪জন, রোয়িংয়ে ২জন, জিমন্যাস্টে ১জন, সাঁতারে ১জন, সেইলিংয়ে ১জন, ফেন্সিংয়ে ১জন ও ৬ অফিশিয়ালকে।
মহিলাদের মধ্যে জাতীয় পতাকা হাতে নিয়ে মার্চ পাস্টে হাঁটতে দেখা যাবে মেরি কমকে। কোচেদের সঙ্গে বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের টোকিও অলিম্পিক্সে মোট ১২৫ জন ভারতীয় অ্যাথলিট অংশ নেবেন।
এদিকে, ভারতীয়রা অলিম্পিক্সে নামার আগেই পুরস্কার ঘোষণা করল আইওএ। সোনা জিতলে পুরস্কার ৭৫ লক্ষ টাকা। রুপোর জন্য ৪০ লক্ষ, ব্রোঞ্জে পুরস্কার ২৫ লক্ষ টাকা। প্রত্যেক প্রতিযোগীকে ১ লক্ষ টাকা।
Tokyo Olympics 2020 Live: মশাল হাতে অলিম্পিক্সের আলোকজ্যোতি প্রজ্বলন নাওমি ওসাকার
মশাল হাতে অলিম্পিক্সের আলোকজ্যোতি প্রজ্বলিত করলেন জাপানের ঘরের মেয়ে তথা আন্তর্জাতিক টেনিস সুপারস্টার নাওমি ওসাকা। মহিলাদের টেনিস এই মুহূর্তে ভীষণ জনপ্রিয় মুখ ওসাকা। (ছবি সৌজন্যে টোকিও অলিম্পিক্সের ট্যুইটার)
Tokyo Olympics 202O updates: অলিম্পিক্সে প্রথমবার অংশ নিতে চলেছে আফ্রিকা মহাদেশের দেশ এসয়াতিনি
অলিম্পিক্সে প্রথমবার দক্ষিণ আফ্রিকার এসয়াতিনি দেশের অ্যাথলিটরা অংশ নিয়েছে। এটা নতুন কোনও দেশ নয়। দক্ষিণ আফ্রিকার সোয়াজিল্যান্ডের নতুন নামই এসয়াতিনি। ২০১৮ থেকে এই নতুন নামকরণ হয়েছে।
Tokyo Olympics 2020 Live: অলিম্পিক্সের মার্চ পাস্টে স্টেডিয়ামে প্রবেশ ভারতীয় দল, পতাকা হাতে মেরি, মনপ্রীত
#WATCH | The Indian contingent led by flagbearers boxer MC Mary Kom & men's hockey team captain Manpreet Singh enters the Olympic Stadium in Tokyo
— ANI (@ANI) July 23, 2021
(Video source: Doordarshan Sports) pic.twitter.com/G0hiGR7rBW
টোকিও অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের মার্চ পাস্টে স্টেডিয়ামে প্রবেশ করল ভারতীয় ভারতীয় দল। জাতীয় দলের পতাকা বহন করছেন মেরি কম ও মনপ্রীত সিংহ। এই নিয়ে ২৫ তম বার অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করতে চলেছে ভারতীয় দল।
Tokyo Olympics 202O updates: আলো, আতসবাজির মধ্যে দিয়ে ঢাকে কাঠি পড়ল টোকিও অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে
টোকিও অলিম্পিক্সের উদ্বােধনী অনুষ্ঠান শুরু। স্টেডিয়ামের চারধার থেকে ফায়ারওয়ার্কস। আলোয়, আতসবাজির মধ্যে দিয়ে ঢাকে কাঠি পড়ল টোকিও অলিম্পিক্সের। জাপানি মিউজিকের আবহ চারিদিকে। আয়োজক দেশ জাপানের জাতীয় পতাকা হাতে নিয়ে এগিয়ে এলেন সে দেশের অ্যাথলিটরা।
Tokyo Olympics 2020 Live: দর্শক শূন্য গ্যালারি, প্রস্তুত টোকিও অলিম্পিক্সের উদ্বােধনী মঞ্চ
অপেক্ষার প্রহর প্রায় শেষের পথে। অলিম্পিক্সের উদ্বােধনী মঞ্চ সেজে উঠেছে দুর্দান্তভাবে। তবে করোনার জন্য এই প্রথমবার দর্শক শূন্য গ্যালারি থাকছে উদ্বােধনী অনুষ্ঠানে। ( ছবি সৌজন্যে অলিম্পিক্স ট্যুইটার)