Vinesh Phogat: অলিম্পিক্সে রুপোর দাবিতে মামলা বিনেশের, তারকা কুস্তিগীরের হয়ে সওয়াল করবেন আইনজীবি হরিশ সালভে
Paris Olympics 2024: ফাইনাল থেকে বাড়তি ওজনের জন্য বাতিল হওয়ার পর অন্তত রুপো পাওয়ার লক্ষ্যে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে (CAS) মামলা করেছেন বিনেশ।
প্যারিস: প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসাবে ইতিহাস গড়েছিলেন বিনেশ ফোগত (Vinesh Phogat)। আশা ছিল তিনি সোনা নিয়েই দেশে ফিরবেন। তবে এক ঝটকায় সবটা বদলে যায়। প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) ৫০ কেজি ফ্রি স্টাইল কুস্তির ফাইনালের দিন সকালে বিনেশ বাতিল হন। তাঁর ওজন নির্ধারিত ৫০ কেজির থেকে ১০০ গ্রাম বেশি থাকায় বাতিল হন ভরতীয় কুস্তিগীর। এর বিরুদ্ধে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে (CAS) মামলা করেছেন বিনেশ।
কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে বিনেশ প্রাথমিকভাবে তাঁর পুনরায় ওজন করিয়ে আবার গোল্ড মেডেল ম্যাচের আবেদন জানিয়েছিলেন। তবে সেই প্রস্তাব শুরুতেই নাকচ করে দেওয়া হয়। কিন্তু এরপরেই তিনি অন্তত যুগ্মভাবে রুপোর আবেদনে দরজা খটখট করেন। সেই আবেদনে সাড়া দিয়ে তাঁর মামলা গ্রহণ করে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস। আজই সেই মামলার শুনানি হবে। বিনেশ এক আইনজীবিও নিয়োগ করতে বলা হয়। খবর অনুযায়ী হরিশ সালভেকে (Harish Salve) বিনেশের হয়ে মামলা লড়াই করার জন্য নিযুক্ত করা হয়েছে।
হরিশ এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের হয়েও একাধিক মামলা লড়েছেন। এবার গোটা দেশ তাঁর ভরসায়। যাতে বিনেশ খালি হাতে দেশে না ফেরেন। যাতে তিনি অন্তত রুপোর পদকটি পান। খবর অনুযায়ী বিনেশের মামলাটি আজ দুপুর ১টা নাগাদ শুরু হবে এবং শুনানির পর দুুপুর তিনটে নাগাদ কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস নিজেদের সিদ্ধান্ত ঘোষণা করবেন।
বিনেশ ফোগতের পক্ষে যদি কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস রায়দান করে, তাহলে বিনেশই প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসাবে অলিম্পিক্সে পদক জিতবেন। ইতিমধ্যেই চরমতম হতাশা থেকে ২৯ বছর বয়সি বিনেশ কুস্তি থেকে অবসরের কথাও ঘোষণা করে ফেলেছেন। তিনি নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে কুস্তির ম্যাটে আবার ফেরেন কি না, সেইদিকেও সকলের নজর থাকবে।
माँ कुश्ती मेरे से जीत गई मैं हार गई माफ़ करना आपका सपना मेरी हिम्मत सब टूट चुके इससे ज़्यादा ताक़त नहीं रही अब।
— Vinesh Phogat (@Phogat_Vinesh) August 7, 2024
अलविदा कुश्ती 2001-2024 🙏
आप सबकी हमेशा ऋणी रहूँगी माफी 🙏🙏
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ভারতের হয়ে ষষ্ঠ পদক জয়ের সুযোগ আমনের সামনে, অলিম্পিক্সের ১৪তম দিনে ভারতের সম্পূর্ণ সূচি