Rohit Sharma WC 2019: আজকের দিনেই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রোহিত
Rohit Sharma Historical Innings: ২০১৯ বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রোহিত। এমনকী টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারীও ছিলেন হিটম্যান। মোট ৬৪৮ রান ঝুলিতে পুরেছিলেন রোহিত।
![Rohit Sharma WC 2019: আজকের দিনেই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রোহিত On this day in 2019: Rohit Sharma smashed 140 against Pakistan in World Cup Rohit Sharma WC 2019: আজকের দিনেই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রোহিত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/16/4b42f62cf187677ef448b9bfc2e08ce5_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: রোহিত শর্মা। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। তিনি মাঠে নামলেই চার-ছক্কার বন্যা। ব্যাট হাতে একের পর এক অবিস্মরণীয় ইনিংস। ওয়ান ডে ক্রিকেটে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ৩ বার দুশো প্লাস স্কোর। আজ থেকে তিন বছর আগে ২০১৯ সালে বিশ্বকাপের মঞ্চে রোহিতের ব্যাট থেকেই এসেছিল দুরন্ত এক শতরানের ইনিংস। পাকিস্তানের বিরুদ্ধে ১১৩ বলে ১৪০ রানের ইনিংসটি খেলেছিলেন রোহিত। আইসিসি নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ইনিংসটিকে স্মরণ করেছে। নিজেদের পোস্টে আইসিসি রোহিতের ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ''আরও একবার সেরা একটি ইনিংস খেললেন রোহিত এত বড় মঞ্চে।''
View this post on Instagram
পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩৩৭ রান বোর্ডে তুলে নেয়। বিরাট কোহলি ৭৭ ও কে এল রাহুল ৫৭ রান হাঁকান। তবে রোহিতের ইনিংসটিই ভারতের বিশাল স্কোর বোর্ডে তোলার ভিত গড়ে দিয়েছিল। ১৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকিয়েছিলেন রোহিত। ১৫৩ মিনিট ক্রিজে ছিলেন তিনি। পরে ডার্কওয়ার্থ লুইস নিয়মে ৮৯ রানে জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল।
২০১৯ বিশ্বকাপ রোহিতের কেরিয়ারে অন্যতম সেরা একটি টুর্নামেন্ট। একটি বিশ্বকাপে সর্বাধিক পাঁচটি সেঞ্চুরি হাঁকানোর বিশ্বরেকর্ড গড়েছিলেন রোহিত। একইসঙ্গে কুমার সাঙ্গাকারার রেকর্ড ভেঙে সচিন তেন্ডুলকরের সঙ্গে ওয়ান ডে বিশ্বকাপে সর্বাধিক শতরান করার নজির গড়েছিলেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)