এক্সপ্লোর
দ্বিতীয় টি-২০-তে ৯ উইকেটে জয়, এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ পাকিস্তানের মুঠোয়
এবারের পাকিস্তান সফরে তিনটি টি-২০ ম্যাচ, একটি একদিনের ম্যাচ ও দু’টি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ।

ছবি সৌজন্যে ট্যুইটার
লাহৌর: এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতে নিল পাকিস্তান। গতকাল প্রথম ম্যাচ পাঁচ উইকেটে জেতার পর আজ দ্বিতীয় টি-২০ ম্যাচ ৯ উইকেটে জিতে গেল পাকিস্তান। জয়ের নায়ক অধিনায়ক বাবর আজম (৬৬ অপরাজিত) ও মহম্মদ হাফিজ (৬৭ অপরাজিত)। বাংলাদেশের হয়ে একা লড়াই করেন অভিজ্ঞ বাঁ হাতি ওপেনার তামিম ইকবাল (৬৫)। তবে তাঁর দুরন্ত ইনিংস কাজে লাগল না। সোমবার সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচটি নিয়মরক্ষার হয়ে গেল। এবারের পাকিস্তান সফরে তিনটি টি-২০ ম্যাচ, একটি একদিনের ম্যাচ ও দু’টি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। টি-২০ সিরিজ হেরে সফরের শুরুটা ভাল হল না মাহমুদুল্লাহর দলের।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















