এক্সপ্লোর
Advertisement
দেশ ছেড়ে ইংল্যান্ডের হয়ে খেলতে চান এই পাক বোলার
পাকিস্তান: বিশ্বক্রিকেটে পাকিস্তানি বোলারদের কদরই আলাদা। একের পর এক বিশ্বমানের বোলার তুলে এনেছে পাকিস্তান। ওয়াসিম আক্রম বা মহম্মদ আমির- পাক বোলাররা ব্যাটসম্যানদের সমীহ আদায় করে নিয়েছেন। আর সম্ভবত এই কারণেই পাক দল ব্যাটিংয়ের থেকে বোলিংয়ের ওপর বেশি নির্ভরশীল। পাকিস্তানের এমনই একজন বোলারের নাম জুনেইদ খান। তাঁকে দলের হয়ে বোলিং করতে দেখতে পছন্দ করেন পাকিস্তান সমর্থকরা। বাঁহাতি এই বোলার দেশের হয়ে ৭১ টি উইকেট নিয়েছেন।
কিন্তু তিনি দীর্ঘদিন ঘরে দলের বাইরে। আর তা নিয়ে একেবারেই খুশি নন জুনেইদ। পাক নির্বাচক কমিটির প্রধান ইনজামাম-উল-হক অবশ্য বলেছেন, চোটের কারণে পুরোপুরি ছন্দে নেই জুনেইদ। তাই তাঁকে দলে নেওয়া যাচ্ছে না। কিন্তু এই যুক্তি মানতে নারাজ জুনেইদ।
সম্প্রতি এক বিবৃতিতে জুনেইদ পাকিস্তান ছেড়ে ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমি পুরো ফিট, অনুশীলনও পুরোমাত্রায় করছি। বুঝতে পারছি না, আমাকে দলে ডাকা হচ্ছে না কেন। এতে আমি হতাশ এবং খুব খারাপ লাগছে। আমি ইংল্যান্ডের হয়ে খেলতে তৈরি। আর এজন্য যদি ওই দেশে পাঁচ বছর থেকে নাগরিকত্ব অর্জন করতে হয়, তাহলেও আমি রাজি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement