Babar Azam in T20: কোহলির রেকর্ড ভেঙে নতুন কীর্তি বাবর আজমের
ICC T-20 Ranking: কোহলির একটি রেকর্ড ভেঙে অনন্য নজির গড়লেন বাবর। আইসিসি টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে (ICC T20I Rankings) সবচেয়ে বেশি সময় এক নম্বরে থাকার রেকর্ড করে ফেললেন পাক অধিনায়ক।
দুবাই: সাম্প্রতিককালে বিশ্বক্রিকেটে কে শ্রেষ্ঠ ব্যাটার, তা নিয়ে চর্চা অব্যাহত। অনেকেই মনে করেন, বিরাট কোহলির (Virat Kohli) চেয়ে পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও দক্ষতায় কোনও অংশে পিছিয়ে নেই বাবর আজম (Babar Azam)।
এবার কোহলির একটি রেকর্ড ভেঙে অনন্য নজির গড়লেন বাবর। আইসিসি টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে (ICC T20I Rankings) সবচেয়ে বেশি সময় এক নম্বরে থাকার রেকর্ড করে ফেললেন পাক অধিনায়ক।
পরিসংখ্যান বলছে যে, বিগত দশকে টানা ১০১৩ দিন কোহলি টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর ব্যাটার ছিলেন। সেই রেকর্ড ভেঙে এখন নতুন অধ্যায় লিখলেন বাবর। বুধবার আইসিসি জানিয়ে দিল যে, টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে টানা ১০৩০ দিন বিশ্বের সেরা ব্যাটার হিসাবে থাকার নজির গড়লেন বাবর। ৮১৮ পয়েন্ট নিয়ে তালিকায় একে বাবর। দুইয়ে মহম্মদ রিজওয়ান (৭৯৪)। তিনে দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রাম (৭৫৭ পয়েন্ট)। চারে ইংল্যান্ডের দাভিদ মালান (৭২৮ পয়েন্ট) ও পাঁচে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ (৭১৬ পয়েন্ট)।
আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন দীপক হুডা। তাঁর ব্যাট থেকে প্রথম ম্যাচে এসেছে অপরাজিত ৪৭ রান এবং দ্বিতীয় ম্যাচে এসেছে ১০৪ রানের ইনিংস । এর ফলে দীপক হুডা আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক লাফে ৪১৪ স্থান উঠে ১০৪ নম্বরে পৌঁছেছেন ।
আরও পড়ুন: আলাদা প্র্যাক্টিসের ব্যবস্থা করেও উদ্বেগ, করোনামুক্ত নন রোহিত, পারবেন খেলতে?
সঞ্জু স্যামসন, যিনি আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি কেরিয়ারের প্রথম হাফসেঞ্চুরি করেছিলেন, তিনি ৫৭ স্থান উঠে এসেছেন। সদ্যপ্রকাশিত তালিকার ১৪৪ নম্বরে রয়েছেন তিনি । দ্বিতীয় ম্যাচে ৭৭ রান করেছেন সঞ্জু স্যামসন । বোলারদের র্যাঙ্কিংয়ে হর্ষল পটেল ৩৭তম থেকে ৩৩তম স্থানে উঠে এসেছেন ।
Another record for Babar Azam 👊
— ICC (@ICC) June 29, 2022
All the changes in this week's @MRFWorldwide men's rankings 👇