ABP Exclusive: আলাদা প্র্যাক্টিসের ব্যবস্থা করেও উদ্বেগ, করোনামুক্ত নন রোহিত, পারবেন খেলতে?
Team India Exclusive: সবচেয়ে উদ্বেগজনক হচ্ছে, বুধবার ফের রোহিতের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এজবাস্টনে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ শুরু হতে আর ৪৮ ঘণ্টাও বাকি নেই।
কলকাতা: ভারতীয় দলের অধিনায়ক হিসাবে প্রথমবার ইংল্যান্ডের মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফেরার হাতছানি। অথচ করোনা আক্রান্ত হওয়ায় বেন স্টোকসদের বিরুদ্ধে অর্ধসমাপ্ত সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে রোহিত শর্মার (Rohit Sharma) মাঠে নামা নিয়েই ঘোরতর সংশয়।
সবচেয়ে উদ্বেগজনক হচ্ছে, বুধবার ফের রোহিতের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এজবাস্টনে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ শুরু হতে আর ৪৮ ঘণ্টাও বাকি নেই। রোহিতকে পেতে মরিয়া ভারতীয় শিবির শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চায়। তবে তৈরি রাখা হচ্ছে বিকল্পও। রোহিত একান্তই করোনামুক্ত হতে না পারলে তাঁর পরিবর্তে নেতৃত্ব দিতে পারেন যশপ্রীত বুমরা। যদিও বুধবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় জানিয়ে দিয়েছেন যে, রোহিত শেষ পর্যন্ত খেলতে না পারলে কে দলকে নেতৃত্ব দেবেন, সেটা ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
এজবাস্টনে ভারতীয় শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, রোহিত কোয়ারেন্টিনে থাকলেও, তিনি যাতে টেস্ট ম্যাচের জন্য সড়গড় থাকেন, সেই লক্ষ্যে বুধবার রোহিতের জন্য পৃথক প্রস্তুতির ব্যবস্থা করা হয়েছিল। নাম প্রকাশ করা যাবে না, এই শর্তে দলের সঙ্গে বার্মিংহ্যামে থাকা এক কর্তা মোবাইল ফোনে এবিপি লাইভকে বললেন, '২৬ জুন থেকে রোহিতের কোয়ারেন্টিন পর্ব শুরু হয়েছে। নিয়মমাফিক পাঁচদিন নিভৃতবাসে থাকার কথা রোহিতের। সেক্ষেত্রে ৩০ জুন পর্যন্ত কোয়ারেন্টিনে থাকার কথা রোহিতের। আমরা চেয়েছিলাম, ১ জুলাই থেকে শুরু হতে চলা টেস্টের জন্য রোহিত যেন কিছুটা হলেও প্র্যাক্টিসের সুযোগ পায়। তাই ওর জন্য় সবরকম করোনাবিধি মেনে আলাদা প্র্যাক্টিসের বন্দোবস্ত করা হয়েছিল। দলের বাকি ক্রিকেটারদের সঙ্গে না হলেও, রোহিতের জন্য কিছুক্ষণ প্র্যাক্টিসের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে গিয়েছে। কারণ, মঙ্গলবার রাতে আরটিপিসিআর পদ্ধতিতে রোহিতের যে নমুনা সংগ্রহ করা হয়েছিল, বুধবার সকালে সেই পরীক্ষার ফলও পজিটিভ এসেছে। তাই ওর জন্য প্র্যাক্টিসের ব্যবস্থা থাকলেও রোহিত শেষ পর্যন্ত ঘর থেকে বেরতে পারেনি।'
বাকি ক্রিকেটারেরা চুটিয়ে প্র্যাক্টিস করেছেন। নেট সেশনে ছন্দে দেখিয়েছে সকলকেই। শুধু অধিনায়ককে নিয়েই যা একটা খচখচানি থেকে যাচ্ছে ভারতীয় শিবিরে।
আরও পড়ুন: ৫ ওভারে খরচ করেছেন ৫৬ রান, তবু তরুণ পেসারের পাশে দাঁড়াচ্ছেন হার্দিক