এক্সপ্লোর
আইসিসি র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে উঠল পাকিস্তান

দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরেই আইসিসি একদিনের র্যাঙ্কিংয়ে উন্নতি হল পাকিস্তানের। দু ধাপ উঠে সরফরাজ আহমেদের দল এখন ৬ নম্বরে। ফলে ২০১৯ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেল পাকিস্তান। আয়োজক দেশ হওয়ার সুবাদে ইংল্যান্ড স্বাভাবিকভাবেই যোগ্যতা অর্জন করেছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাকি যে সাতটি দেশ র্যাঙ্কিংয়ে উপরের দিকে থাকবে, তারা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করবে। সেক্ষেত্রে বাংলাদেশ ও শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে গেল পাকিস্তান। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে পাকিস্তানের র্যাঙ্কিং ছিল আট। এগিয়ে থাকা দলগুলিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে পাকিস্তানের পয়েন্ট এখন ৯৫। অন্য দলগুলির অবস্থানে কোনও বদল হয়নি। তবে ভারত, ইংল্যান্ড ও বাংলাদেশের এক পয়েন্ট করে কমে গিয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















