Wasim Akram on T20 WC: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন ওয়াসিম আক্রম
Wasim Akram on T20 WC: গত ৮ বছরে প্রথমবার কোনও আইসিসি (icc) ইভেন্টের সেমিফাইনালে জায়গা করতে পারেনি টিম ইন্ডিয়া (team india)। তার ওপর আবার পাকিস্তানের (pakistan) বিরুদ্ধে ১০ উইকেটে হারতে হয়েছে।
করাচি: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যর্থতা নিয়ে এবার মুখ খুললেন ওয়াসিম আক্রম। গত ৮ বছরে প্রথমবার কোনও আইসিসি (icc) ইভেন্টের সেমিফাইনালে জায়গা করতে পারেনি টিম ইন্ডিয়া (team india)। তার ওপর আবার পাকিস্তানের (pakistan) বিরুদ্ধে ১০ উইকেটে হারতে হয়েছে। এক সাক্ষাৎকারে আক্রম বলেন, ''বিশ্বকাপ জয়ের ফেভারিট ছিল তারা। এবং আমি মনে করি পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ওভার খেলার পর বিশেষ করে শাহিন আফ্রিদির প্রথম ওভারের পর, তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। এছাড়াও আইপিএলকে অতিরিক্ত গুরুত্ব দিয়েছিল তারা।''
তিনি আরও বলেন, ''বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটাররা আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। এছাড়াও অন্য কোনও লিগও খেলে না ভারতীয় ক্রিকেটাররা। এছাড়াও ভারত-পাক দ্বৈরথ হয় না একদমই। যার জন্য পাক বোলারদের বিরুদ্ধে অনেকেই আগে খেলেনি। কোন বোলার কেমন বল করে, কেমন আক্রমণ করে তা কেউই জানত না।'' আক্রম আরও যোগ করেন, ''যখন ক্রিকেটাররা অন্য দেশের ক্রিকেট লিগেও খেলবে, তখন অন্য দেশের পিচ, আবহাওয়া, বিভিন্ন বোলিং আক্রমণের সম্মুখিন হয় তাঁরা। কিন্তু তা ভারতীয় ক্রিকেটারদের ক্ষেত্রে হয় নি।''
ওমিক্রণের (omicron) প্রভাব বেড়েই চলেছে। এই পরিস্থিতিতেই দক্ষিণ আফ্রিকায় টেস্ট ও ওয়ান ডে সিরিজ খেলতে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু যাতে সিরিজের মাঝে কোনও ক্রিকেটার বা কেউ ওমিক্রণ আক্রান্ত না হন, সেই কথা ভেবেই এবার প্রথম টেস্টে দর্শকহীন খেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হল। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে দর্শকহীন গ্যালারির মাঝেই খেলতে নামবে ২ দল।
বিসিসিআইয়ের সঙ্গে এই নিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশনের আলোচনা চলছেই। সেই মতোই প্রোটিয়া ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে সেঞ্চুরিয়ন টেস্টের জন্য কোনও টিকিট বিক্রি করা হবে না। কিছুদিন আগেই প্রোটিয়া বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে ২০০০ দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হবে। কিন্তু ক্রমেই যেভাবে ওমিক্রণের প্রভাব দেশে বাড়ছে, তারপরই সিদ্ধান্ত বদলব করা হয়েছে।