এক্সপ্লোর
Advertisement
ভারতীয় দলের মিডল অর্ডারে দুর্বলতার সুযোগ নিতে হবে পাকিস্তানকে, বলছেন আক্রম
পাকিস্তানের তরুণ ব্যাটসম্যান বাবর আজমের প্রশংসা করলেও, তাঁর সঙ্গে বিরাটের তুলনায় নারাজ আক্রম।
ম্যাঞ্চেস্টার: ভারতীয় দলের মিডল অর্ডার শক্তিশালী নয় বলেই মনে করেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসি আক্রম। তাঁর মতে, এর সুযোগ নিতে হবে পাকিস্তানের বোলারদের। মহম্মদ আমির এই কাজটি করতে পারবেন বলে আশাবাদী আক্রম।
আগামীকালের মহারণের আগে সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে আক্রম বলেছেন, ‘ভারতীয় দলের টপ অর্ডার শক্তিশালী। শুধু বিরাটই (কোহলি) না, রোহিতও (শর্মা) আছে। তবে আমার মনে হয়, ভারতীয় দলের মিডল অর্ডার বিন্যস্ত নয়। পাকিস্তানের বোলারদের সেই সুযোগ নেওয়া উচিত।’
আমিরের প্রশংসা করে আক্রম বলেছেন, ‘আমি জানি না প্রথমে কেন আমিরকে বাদ দেওয়া হয়েছিল। ও সেরা ফর্মে না থাকলেও, দলে উপস্থিতি গুরুত্বপূর্ণ। ও এখন অভিজ্ঞ বোলার। আমার মনে হয়, ও তরুণ বোলারদের ঠিকমতো পরামর্শ দিতে পারবে।’
পাকিস্তানের তরুণ ব্যাটসম্যান বাবর আজমের প্রশংসা করলেও, তাঁর সঙ্গে বিরাটের তুলনায় নারাজ আক্রম। তাঁর মতে, বাবরকে চাপমুক্ত হয়ে খেলতে দেওয়া উচিত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement