(Source: Poll of Polls)
Bangladesh vs Pakistan: নভেম্বরে পাকিস্তানের বাংলাদেশ সফর, হবে তিনটি টি-২০ ও দু’টি টেস্ট ম্যাচ
টি-২০ বিশ্বকাপের পরেই হবে এই সিরিজ।
ঢাকা: নভেম্বরে তিনটি টি-২০ ম্যাচ ও দু’টি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশে যাচ্ছে পাকিস্তান। ২০১৫ সালের পর এই প্রথম বাংলাদেশ সফরে যাচ্ছে পাকিস্তান। টি-২০ বিশ্বকাপের পরেই হবে এই সিরিজ। ১৪ নভেম্বর টি-২০ বিশ্বকাপের ফাইনাল। বাংলাদেশ-পাকিস্তান টি-২০ সিরিজ শুরু হচ্ছে ১৯ নভেম্বর থেকে। ফলে বাংলাদেশ ও পাকিস্তান যদি টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনাল বা ফাইনালে যায়, তাহলে দ্বিপাক্ষিক সিরিজের আগে হাতে একদমই অল্প সময় থাকবে।
ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের টি-২০ সিরিজের তিনটি ম্যাচই হবে। ১৯ নভেম্বর প্রথম ম্যাচের পরদিনই দ্বিতীয় ম্যাচ। তৃতীয় তথা শেষ ম্যাচ ২২ নভেম্বর। এরপর প্রথম টেস্ট ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এই ম্যাচ শুরু ২৬ নভেম্বর থেকে। দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। এই ম্যাচ শুরু হবে ৪ ডিসেম্বর থেকে।
করোনা অতিমারীর কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্প্রতি শুধু ঢাকায় সিরিজ আয়োজন করতে বাধ্য হয়েছে। কারণ, বাংলাদেশ সরকার সারা দেশে কড়াকড়ি করে রাজধানী ঢাকায় করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণ করতে পেরেছে। সফরকারী দলগুলি ঢাকার বাইরে অন্য জায়গায় খেলতে যাওয়ার বিষয়ে অনিচ্ছা প্রকাশ করেছে। সেই কারণে এ বছর চট্টগ্রামে তৃতীয় আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। এ বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশের একদিনের ম্যাচ ও টেস্ট ম্যাচ হয়েছে। এরপর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ হতে চলেছে চট্টগ্রামে।
বাংলাদেশ-পাকিস্তানের শেষ দ্বিপাক্ষিক সিরিজ হয়েছে গত বছরের জানুয়ারিতে। সেবার পাকিস্তান সফরে যায় বাংলাদেশ। তিনটি টি-২০ ও দু’টি টেস্ট ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু একটি টি-২০ ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। দ্বিতীয় টেস্ট ম্যাচ করোনা অতিমারীর কারণে হয়নি।
শেষবার যখন বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান, তখন একদিনের সিরিজ ৩-০ জিতেছিল বাংলাদেশ। একমাত্র টি-২০ ম্যাচটিও জিতেছিল বাংলাদেশ। টেস্ট সিরিজ অবশ্য ১-০ জেতে পাকিস্তান।